Vivo Y33s 5G আগামী 12 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে, দাম শুরু হবে 18 হাজার টাকা থেকে

আগামী মাসেই চীনের বাজারে বাজেট রেঞ্জে লঞ্চ হতে চলেছে ভিভোর নতুন স্মার্টফোন Vivo Y33s 5G। গতমাসে চীনের 3C সার্টিফিকেশন সাইটে এই ফোনটি তালিকাভুক্ত হয়। আর এখন হ্যান্ডসেটটিকে চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরিতে স্পট করা হয়েছে। যার মাধ্যমে Vivo Y33s 5G ফোনের স্পেসিফিকেশন, ছবি এবং মূল্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে আগামী ১২ ফেব্রুয়ারি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, সর্বাধিক ৮ জিবি র‍্যাম ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এই ফোনটি চিনা বাজারে উপলব্ধ হবে। প্রসঙ্গত, গতবছর আগস্ট মাসে লঞ্চ হওয়া ৪জি কানেক্টিভিটি যুক্ত Vivo Y33s ফোনের তুলনায় আসন্ন ৫জি মডেলটি অনেকটাই ভিন্ন হবে বলে আশা করা হচ্ছে। ৪জি মডেলে ব্যবহার করা হয়েছিল মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর।

ভিভো ওয়াই৩৩ ৫জি- এর সম্ভাব্য দাম (Vivo Y33s 5G Expected Price)

চায়না টেলিকম লিস্টিং অনুযায়ী, ভিভো ওয়াই৩৩ ৫জি ফোনটি আগামী ১২ ফেব্রুয়ারি তিনটি মেমরি কনফিগারেশনের সাথে চীনের বাজারে উপলব্ধ হবে। এই ফোনের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫৯৯ ইউয়ান (আনুমানিক ১৮,৮১০ টাকা)। আর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ১,৬৯৯ ইউয়ান (আনুমানিক ১৯,৯৫০ টাকা)।

এছাড়া, এই হ্যান্ডসেটটি নেবুলা ব্লু, ফ্লোরাইট ব্ল্যাক এবং আর্লি স্নো ডন- এই তিনটি কালার অপশনে উপলব্ধ হবে বলে।

ভিভো ওয়াই৩৩ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo Y33s 5G Expected Specifications)

আসন্ন ভিভো ওয়াই৩৩ ৫জি ফোনে থাকবে ৬.৫১ ইঞ্চির এইচডি+ (৭২০ × ১,৬০০ পিক্সেল) এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম স্কিনে।

ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই৩৩ ৫জি ফোনের ব্যাক প্যানেল দেওয়া হবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে উপস্থিত থাকবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এছাড়া ফোনের সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য, ভিভোর এই নতুন ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরটি। এই ফোনটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ বাজারে আসবে বলে জানা গেছে। তবে এই ডিভাইসে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সম্প্রসারণ করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y33s 5G ফোনে থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং এই হ্যান্ডসেটটির পরিমাপ ১৬৪ × ৭৫.৮৪× ৮.২৫ মিলিমিটার এবং ওজন ১৮৫ গ্রাম।