Vivo Y33s 5G ভারতে আসছে Dimensity 700 প্রসেসর ও 8 জিবি র‌্যামের সাথে, দেখা গেল Geekbench-এ

স্মার্টফোন নির্মাতা ভিভো (Vivo) খুব শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন ৫জি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে৷ এই ফোনটি Vivo Y33s নামে এদেশের বাজারে পা রাখবে বলে জল্পনা চলছে। তবে লঞ্চের আগে এখন এই হ্যান্ডসেটটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে। এই সাইটের তালিকা থেকে আপকামিং ফোনটির প্রসেসর, মেমরি সম্পর্কীত বেশ কিছু তথ্য সামনে এসেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক Vivo Y33s-এর গিকবেঞ্চ লিস্টিং থেকে এর সম্পর্কে ঠিক কি কি তথ্য প্রকাশ্যে এল।

Vivo Y33s কে দেখতে পাওয়া গেল Geekbench- এর সাইটে

V2166A মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন গিকবেঞ্চের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই অন্যান্য সার্টিফিকেশন সাইটের মাধ্যমে সামনে এসেছে যে, এই মডেল নম্বরটি ভিভো ওয়াই৩৩এস স্মার্টফোনটির সাথে যুক্ত। গিকবেঞ্চের তালিকায় প্রকাশ করা হয়েছে, এই আসন্ন ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি একটি ৫জি অক্টা কোর প্রসেসর, যার বেস ক্লক স্পিড ২ গিগাহার্টজ। এই চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৫৭ এমসি২ জিপিইউ (Mali-G57 MC2 GPU) যুক্ত থাকবে।

Vivo y33s 5g specifications Geekbench listing

এছাড়াও, সাইটের লিস্টিং থেকে জানা গেছে ভিভো ওয়াই৩৩এস ৮ জিবি র‍্যাম সহ আসবে। যদিও, ডিভাইসটি সম্ভবত ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। এবার আসা যাক বেঞ্চমার্কিং সাইটের স্কোরের প্রসঙ্গে, এই আপকামিং ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৪২০ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৫৫০ পয়েন্ট অর্জন করেছে। তবে গিকবেঞ্চ প্ল্যাটফর্মের তালিকা থেকে ভিভো ওয়াই৩৩এস- এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, পূর্বে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, Vivo Y33s এইচডি+ রেজোলিউশন সহ একটি ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে সহ আসবে এবং এই ডিসপ্লেটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই হ্যান্ডসেটে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। Vivo Y33s ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকবে। আর হ্যান্ডসেটের সামনে সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। সর্বোপরি, Vivo Y33s অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিন ওএস (Origin OS) কাস্টম স্কিনে রান করবে।