Vivo Y73t: ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ৬০০০ mAh ব্যাটারি, ভিভো লঞ্চ করল নয়া ফোন

প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড Vivo সম্প্রতি চীনে তাদের Y-সিরিজের অধীনে Y32t এবং Y52t মিড-রেঞ্জ স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। আর আজ (২৮ সেপ্টেম্বর) কোম্পানি “t” ব্র্যান্ডিং সহ Vivo Y73t নামে আরেকটি নতুন স্মার্টফোন চুপিসারে হোম মার্কেটে উন্মোচন করেছে। ব্র্যান্ডের এই লেটেস্ট অফারটি শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা বাজারে আজকাল খুব কমই দেখা যায়। এছাড়াও, Vivo Y73t-এ এলসিডি স্ক্রিন, Mediatek Dimensity 700 চিপসেট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। চলুন সদ্য লঞ্চ হওয়া Vivo Y73t-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।

ভিভো ওয়াই৭৩টি-এর মূল্য- Vivo Y73t Price

চীনে ভিভো ওয়াই৭৩টি-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৫,৮৩০ টাকা) নির্ধারণ করা হয়েছে। আবার এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি মডেলগুলির দাম যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,০০০ টাকা) এবং ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৩৪০ টাকা)। ভিভো ওয়াই৭৩টি ফগ ব্লু, অটাম এবং মিরর ব্ল্যাক – এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে।

ভিভো ওয়াই৭৩টি-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Vivo Y73t Specifications and Features

ভিভো ওয়াই৭৩টি-এ ৬.৫৮ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে যা ২,৪০৮×১,০৮০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০.৬২% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এই ভিভো হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত। এই অক্টা-কোর প্রসেসরটি ৭ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি এবং এর দুটো কোরের ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ এবং বাকি ছয়টি কোর ২.০ গিগাহার্টজে রান করে। চিপসেটটি ৮ জিবি/১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করাও সম্ভব। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo Y73t-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y73t বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। ডিভাইসটিতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও অন্তর্ভুক্ত রয়েছে। সবশেষে, Vivo Y73t-এর পুরুত্ব ৯.১৭ মিলিমিটার এবং ওজন প্রায় ২০১ গ্রাম।