ভোডাফোন আইডিয়ার নতুন নাম হল Vi (উই), উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি

বছর দুয়েক আগে, ব্রিটেনের Vodafone এবং ভারতের Idea – দুই জনপ্রিয় টেলিকম সংস্থা মিশে গিয়ে বাজারে এসেছিল Vodafone-Idea লিমিটেড। কিন্তু দুটি সংস্থার মেলবন্ধনেও মেলেনি আশানুরূপ সাড়া, বলা ভালো আগের থেকে অনেকটাই জনপ্রিয়তা কমেছে ভোডাফোন-আইডিয়া সংস্থার। আর তাই আজ নিজেদের রিব্র্যান্ড করার সিদ্ধান্ত নিয়ে ভোডাফোন-আইডিয়া আত্মপ্রকাশ করল “Vi” (উচ্চারণ উই) নামে। দেখেই বুঝতে পারছেন ভোডাফোন এবং আইডিয়া উভয়ের আদ্যক্ষর ব্যবহার করে এই নামটি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই নামটি খুবই ছোটো ও সহজ হলেও উভয় ব্র্যান্ডের রেফারেন্স হিসেবে ব্যবহার হবে।

আজ একটি অনলাইন কনফারেন্সে ভোডাফোন-আইডিয়া লিমিটেড তাদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করেছে। এই নতুন ব্র্যান্ডিংটি সংস্থার ওয়েবসাইট এবং অ্যাপে আপডেট করা হয়েছে। নাম পরিবর্তন করলেও এটি আগের মতই সিমকার্ড, বিল, বিলবোর্ড এবং আরো অন্যান্য পরিষেবা সরবরাহ করবে।

অন্যদিকে, সংস্থাটি একটি ‘হ্যাপি সারপ্রাইজ’ প্রোগ্রাম ঘোষণা করেছে, যার আওতায় “Vi” অ্যাপে নতুন লোগো চিহ্নিত করলেই মিলবে উপহার। এছাড়া, মোবাইল ইউজাররা Vi অ্যাপ্লিকেশন বা MyVi.in ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছেমত “Vi” টিউন তৈরি করতে এবং ডাউনলোড করতে পারবেন।

এই বিষয়ে ভোডাফোন-আইডিয়া লিমিটেডের এমডি এবং সিইও রবীন্দ্র তক্কর বলেছেন, সংস্থাটি নতুন ব্র্যান্ড আনতে পেরে যারপরনাই আনন্দিত। “Vi”, ভারতের গ্রাহকদের রোজকার জীবনে আলাদা মাত্রা এনে দেবে। এটি ১ বিলিয়ন 4G নেটওয়ার্ক ইউজারদের বিশ্বমানের ডিজিটাল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবে এবং আগামী প্রজন্মের নেটওয়ার্ক বিকাশে কাজ করবে। তারা আশা করছেন, সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি এই ব্র্যান্ডটিকে আপন করে নেবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১শে আগস্ট ভোডাফোন এবং আইডিয়া সংযুক্ত হয়। এরপর বিভিন্ন প্ল্যান বা অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করেও ব্যর্থ হয় সংস্থাটি। অন্যান্য টেলিকম সংস্থার বিশেষত Reliance Jio-র দাপটে ক্রমশই সংস্থার গ্রাহক কমছে। এদিকে সুপ্রীমকোর্টের আদেশ অনুযায়ী ভোডাফোন-আইডিয়াকে AGR-এর বকেয়া হিসেবে প্রায় ৫০ হাজার কোটি টাকা শোধ করতে হবে। আর তাই, বাজার থেকে আয় বাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে এই সংস্থাটি এমনটাই মনে করা হচ্ছে।