কৃষকদের সাহায্য করতে এগিয়ে এল Vodafone Idea, মাটির গুণগত মান সহ জানতে পারবেন অনেক জরুরী তথ্য

প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের উন্নত চাষবাস ও জীবনযাত্রার হদিস দিতে এবার নিজেদের ‘স্মার্টএগ্রি’ (SmartAgri) প্রকল্প -কে দেশের আরও চার রাজ্যে সম্প্রসারিত করলো কর্পোরেট-সামাজিক পরিসরে Vi -এর (Vodafone Idea) সহযোগী হিসেবে পরিচিত ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন (VIF)। ২০২০ সালে উক্ত সংস্থা সর্বপ্রথম আলোচ্য প্রকল্প সামনে আনে। তখন দেশে মাত্র দুটি রাজ্যের কৃষকেরা এই স্মার্টএগ্রি প্রকল্পের সুবিধা পেতেন। কিন্তু ভোডাফোন আইডিয়ার সিএসআর (CSR) সহায়ক সংস্থার ঘোষণার পর এবার থেকে দেশের ছ’টি রাজ্যের কৃষকেরা আলোচ্য প্রকল্পের সুবিধা পাবেন।

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন বা ভিআইএফের (VIF) ‘স্মার্টএগ্রি’ প্রকল্প IoT বা ইন্টারনেট অফ থিংস, AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রিয়েল টাইম টেকনোলজি সলিউশনস প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাষীদের কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্য যেমন বাতাস এবং মাটির গুণগত মান, ক্ষতিকর কীটপতঙ্গের উপস্থিতি, ফসলের বৃদ্ধি প্রভৃতি জানতেও বুঝতে সাহায্য করে, যা পরোক্ষে বাড়তি উৎপাদনের সহায়ক। ফলে ভিআইএফের স্মার্টএগ্রি প্রকল্প দেশের আরও চার রাজ্যে ছড়িয়ে পড়া যে চাষীদের জন্য লাভদায়ক হবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।

SmartAgri প্রকল্পের অধীনে রিয়েল টাইম ডেটা প্রাপ্তিতে উপকৃত হবেন চাষীরা

আজ্ঞে হ্যাঁ, স্মার্টএগ্রি প্রকল্পের অধীনে প্রায় প্রতিটি চাষী ফসল সংক্রান্ত বিভিন্ন রিয়েল টাইম ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন। এছাড়া তারা চাষের কাজ সম্পর্কে স্থানীয় ভিত্তিতে পরামর্শ লাভ করতে পারবেন, যা আখেরে তাদের উপকৃত করবে। প্রকল্পের আওতায় কৃষকেরা কৃষি সংক্রান্ত জরুরি খবর, বাজারের হালহকিকত, বিভিন্ন স্কীম, সরকারি নীতি ও অনুদান সম্পর্কিত সমস্ত খবর পেয়ে যাবেন। চাষীদের বোঝার সুবিধার জন্য এই প্রকল্প বিভিন্ন আঞ্চলিক ভাষায় মোবাইলের মাধ্যমে খবর সরবরাহ করে থাকে। এক্ষেত্রে পড়াশোনার ক্ষমতা যাতে প্রতিবন্ধকতা তৈরী না করে সেজন্য অডিও মাধ্যমে চাষীদের সেগুলি শোনানো হবে।

Vodafone Idea Foundation -এর CSR প্রোজেক্ট যেখানে যেখানে চালু হতে চলেছে

আগেই বলেছি যে প্রাথমিকভাবে দেশের মাত্র দু’টি রাজ্যে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন তাদের সিএসআর প্রোজেক্ট চালু করে। এই রাজ্যদুটি হল মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। কিন্তু সম্প্রসারণের ফলে এবার আরও চার রাজ্য, যথা – আসাম (তিনসুকিয়া, উদলগিরি, ডিব্রুগড় এবং জোরহাট), উত্তরপ্রদেশ (হরদোই এবং লখিমপুর), রাজস্থান (বুন্দি, কোটা, টঙ্ক ও বারান) এবং তেলেঙ্গানায় (আদিলাবাদ) আলোচ্য প্রকল্প ছড়িয়ে পড়বে, যার ফলে রাজ্যগুলির প্রায় ২.৮ লক্ষ চাষী ৮ থেকে ১২ শতাংশ বাড়তি উৎপাদন এবং ১৫ থেকে ২০ শতাংশ খরচ কমাতে সমর্থ হবেন বলে কোম্পানি দাবি করেছে।

ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন ডিরেক্টর পি বালাজির দাবি, সংস্থাটির SmartAgri প্রকল্প আগামীদিনে দেশের কৃষিগত ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করবে। এর মাধ্যমে চাষিরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও উৎপাদন বাড়াতে পারবেন। ফলে এই প্রকল্প চাষীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে পি বালাজির বক্তব্য।

Soumojit Chatterjee

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

5 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

5 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

7 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

7 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

8 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

9 hours ago