স্টিকার প্যাক ফরওয়ার্ড সহ WhatsApp এর অ্যান্ড্রয়েড ভার্সনে আসছে নতুন দুটি ফিচার

ফেসবুক (Facebook) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর বিশ্বব্যাপী জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই জনপ্রিয়তার পিছনে রয়েছে প্ল্যাটফর্মে যুক্ত হওয়া নিত্য নতুন ফিচার। সেক্ষেত্রে সম্প্রতি জানা গেছে যে, WhatsApp-এর Android ভার্সনে ২.২১.১৩.১৭ আপডেটে দুটি নতুন ফিচার আসতে চলেছে। বর্তমানে ফিচারগুলি শুধুমাত্র বিটা ইউজারদের জন্য উপলব্ধ হলেও, খুব শীঘ্রই সমস্ত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য ফিচারগুলি রোলআউট করা হবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp-এর Android ভার্সনে আসছে নতুন ফিচার

আসন্ন হোয়াটসঅ্যাপ ফিচার দুটির একটি হল, নতুন আপডেটের মাধ্যমে আপনি আপনার কন্ট্যাক্টসে স্টিকার প্যাকগুলি ফরোয়ার্ড (Sticker Pack Forward) করতে সক্ষম হবেন। অর্থাৎ এখন কেবল একটি স্টিকার নয়, বরং পুরো স্টিকার প্যাক শেয়ার করার সুযোগ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, এই ফিচারটির সাহায্যে শুধুমাত্র WhatsApp থেকে ডাউনলোড করা স্টিকার প্যাকগুলিই ফরোয়ার্ড করা যেতে পারে। ব্যবহারকারীরা থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে ডাউনলোড করা স্টিকার প্যাকগুলি ফরোয়ার্ড করতে পারবেন না।

আরেকটি ফিচারের মাধ্যমে নতুন কোনো কার্যকারিতা না পাওয়া গেলেও ডিজাইনের হেরফের পরিলক্ষিত হবে। WhatsApp, ভয়েস নোটটি পুনরায় ডিজাইন করেছে। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র প্রতিবেদন অনুসারে, এখন ভয়েস নোট (Voice Note) প্লে করার সময় আপনি প্লে/পজ বাটনের পাশে সরলরেখার পরিবর্তে একটি তরঙ্গাকৃতি রেখা দেখতে পাবেন। আপনি যদি ইতিমধ্যে একজন হোয়াটসঅ্যাপ বিটা ইউজার হন তবে আপনি এই দুটি ফিচার পেতে নতুন ভার্সনটি ডাউনলোড করতে পারেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Apple iPhone ব্যবহারকারীরা ইতিমধ্যেই তাদের কন্ট্যাক্টসে হোয়াটসঅ্যাপ স্টিকার প্যাকগুলি ফরোয়ার্ড করতে পারেন। ফিচারটি এনাবেল আছে কি না তা যাচাই করার জন্য ইউজারদের WhatsApp Sticker Store-টি ওপেন করতে হবে এবং এর ডিটেলস দেখার জন্য একটি স্টিকার প্যাক নির্বাচন করতে হবে। যদি ইউজাররা স্টিকার প্যাকের শীর্ষে একটি ফরোয়ার্ড বাটন দেখেন, তবে এর অর্থ হল যে ফিচারটি সেই নির্দিষ্ট WhatsApp অ্যাকাউন্টের জন্য উপলব্ধ। ফরোয়ার্ড বাটনে ট্যাপ করলে, ইউজাররা যে সকল চ্যাটে স্টিকার প্যাক পাঠাতে চান সেগুলি সিলেক্ট করতে পারবেন। তারপরে WhatsApp, স্টিকার প্যাকটি দ্রুত দেখতে এবং ডাউনলোড করতে একটি লিঙ্ক পাঠাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন