প্রয়োজনে করা যাবে কল, মেয়েদের সুরক্ষায় MyAmbar অ্যাপ আনলো ভোডাফোন আইডিয়া

ভারতে নারীদের উপর ক্রমবর্ধমান হিংসার এই পরিস্থিতিতে নারী সুরক্ষা একটি জরুরি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ছে। মেয়েদের সুরক্ষার কথা ভেবে Vodafone তাদের গ্রাহকদের জন্য Vodafone Sakhi নামে একটি পরিষেবা চালু করেছিল। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে ব্যালেন্স ছাড়াও প্রিয়জনকে ফোন করা যেত, ইন্টারনেট সংযোগ ছাড়াও করা যেত লোকেশন শেয়ার। তাছাড়া অচেনা রিটেলারের কাছে ফোন নম্বর না জানিয়েও রিচার্জ করা যেত। এবার Vodafone Idea-র কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগ, ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন, NASSCOM Foundation, Safety Trust ও UN Women-এর সঙ্গে সহযোগিতায় MyAmbar অ্যাপ নামে একটি অ্যাপের উদঘাটন করল। ভারতে মেয়েদের সুরক্ষা ও সশক্তিকরণের কথা ভেবে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। ‘Connecting for Good program’-এর অন্তর্গত এই প্রয়াসে নারীদের হিংসামূলক আচরণকে বুঝতে ও তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবে। MyAmbar হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই উপলব্ধ।

MyAmbar অ্যাপের ফিচার

MyAmbar অ্যাপে ধাপে ধাপে ঝুঁকির স্তরগুলি মূল্যায়নের ব্যবস্থা থাকবে। Vodafone Idea Foundation-এর মতে এই অ্যাপের অন্তর্গত টুলগুলি তাঁদের পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার বিভিন্ন উপায় প্রদর্শন করবে। নারীদের উপর ঘটে চলা লিঙ্গভিত্তিক হিংসার বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে হিংসার বিরুদ্ধে প্রয়োজনীয় সাহায্যও করা হবে। Vodafone Idea Foundation-এর মতে এই অ্যাপ হিংসার শিকার হওয়া ও ঝুঁকিপূর্ণ মেয়েদের জন্য সুরক্ষা প্রদান করবে। এখানে তারা নিজেদের অভিযোগ জানাতে পারবেন এবং কোন রকম পক্ষপাত ছাড়াই সাহায্য প্রার্থনা করতে পারবেন।

MyAmbar অ্যাপে আরো বিভিন্ন দরকারি ফিচার আছে। এখানে ভারতের বিভিন্ন জায়গার জন্য প্রয়োজনীয় হেল্পলাইন আছে। এছাড়া এখানে লিঙ্গভিত্তিক হিংসার নানাবিধ বিষয় সহজ ভাষায় বর্ণনা করা আছে। সর্বোপরি এই অ্যাপে একটি “আপফ্রন্ট SOS হেল্পলাইন বাটন” আছে। এছাড়া এ বিষয়ে আইনি পরামর্শের জন্য একটি ডাইরেক্টরিও দেওয়া হয়েছে এই অ্যাপে। মাত্র একটি বোতামের সাহায্যেই এই সমস্ত সুবিধা পেতে পারেন মহিলারা।

বিশ্বে প্রতি ৩ জনের মধ্যে একজন মেয়ে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়। ভারতেও ২০১৯ সালে ৪ লাখ নারী নির্যাতনের কেস রেজিস্টার হয়েছিল। এই পরিস্থিতিতে Vodafone Idea-র তরফ থেকে এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। Vodafone Idea-এর একজন কর্মকর্তা পি. বালাজি এই প্রসঙ্গে জানান, “Vodafone Idea-তে আমরা প্রযুক্তির মাধ্যমে সামাজিক উন্নতি সাধনে সঙ্কল্পবদ্ধ। আমাদের দৃঢ় বিশ্বাস, একজন নারীর শিক্ষা, সশক্তিকরণ ও সহযোগিতা তার সমগ্র পরিবার ও গোষ্ঠিকে প্রভাবিত করে এবং বৃহত্তর ক্ষেত্রে তা সমগ্র দেশের সামাজিক ও অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করে।” MyAmbar অ্যাপটি এই লক্ষ্যকে সামনে রেখেই তৈরি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago