Jio বা Airtel নয়, কেবল Vi দিচ্ছে তার গ্রাহকদের এই তিনটি বিশেষ সুবিধা

বর্তমানে দেশীয় বাজারে টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে Reliance Jio, Airtel এবং Vodafone Idea বা Vi – এর মতো সংস্থাগুলি প্রত্যেকেই নিজের নিজের গ্রাহক ভিত্তি ও আয় বাড়াতে তৎপর। তাই তারা সকলেই গ্রাহকের জন্য একাধিক নজরকাড়া ও চমকপ্রদ অফার নিয়ে হাজির, যার সুবিধা উপভোগের জন্য আপনাকে নির্দিষ্ট রিচার্জ বিকল্প বেছে নিতে হবে। অবশ্য একথা সত্যি যে ট্যারিফ বৃদ্ধির ফলে গ্রাহকদের পক্ষে আর আগের মতো সস্তায় উক্ত প্ল্যানগুলির সুযোগ-সুবিধা আদায় করা সম্ভব হবেনা। তবে উপরোক্ত টেলকোগুলির মধ্যে Vi তাদের বিভিন্ন রিচার্জ বিকল্পের সঙ্গে এমন কিছু বাড়তি সুবিধা প্রদান করে, যা উপভোক্তার পক্ষে প্ল্যানের দাম বাড়ার ভার কিছুটা হলেও লাঘব করতে পারে।

Vi গ্রাহকদের জন্য উপলব্ধ এমন কিছু সুবিধা যা অন্য কোনো টেলিকম অপারেটরের গ্রাহকেরা পাচ্ছেন না

সদ্য বিগত ২০২১ সালে ভোডাফোন আইডিয়া তাদের Vi Hero Unlimited অফারের সঙ্গে বেশ কিছু বাড়তি সুবিধা প্রদানের কথা ঘোষণা করে। সম্প্রতি রিচার্জ ট্যারিফের দাম বাড়ার পরেও সংস্থাটি সেইসব সুবিধা প্রদানে অবিরত রয়েছে। তাছাড়া নিজস্ব গ্রাহকদের জন্য ভিআই বেশ কিছু নতুন সুবিধাও সামনে এনেছে। যেমন ‘Data Delights’ অফারের কথাই ধরা যাক। এর সুবিধা অনুযায়ী ভিআই গ্রাহকেরা এখন রিচার্জ প্ল্যানে প্রস্তাবিত মোট ডেটা খরচের পরেও আপৎকালীন হিসেবে ২ জিবি বাড়তি ডেটা ব্যবহারের ছাড়পত্র পাবেন। এভাবে প্রতি মাসে ১ জিবি করে মোট দুইবার তারা সংস্থার তরফ থেকে আপৎকালীন ডেটা পরিমাণ (২ জিবি) আদায় করতে পারবেন।

ডেটা ডিলাইটস অফারের পর আমরা উল্লেখ করবো Vi -এর Weekend Data Rollover সুবিধার কথা। এর ফায়দা উঠিয়ে একজন ভিআই ব্যবহারকারী সারা সপ্তাহের অব্যবহৃত ডেটা সপ্তাহান্তে খরচ করতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে সপ্তাহের বিভিন্ন দিনে গ্রাহকেরা যে ডেটা খরচ করতে ব্যর্থ হন, তা শনি ও রবিবার ব্যবহারের জন্য জমা থাকে। যদিও এভাবে এক সপ্তাহের জমে থাকা ডেটা অন্য সপ্তাহে খরচ করার উপায় নেই।

ভোডাফোন আইডিয়ার তৃতীয় সবথেকে আকর্ষক অফারের কথা বলতে গেলে Binge All Night সুবিধার প্রসঙ্গ উল্লেখ করতে হয়। এটি ভিআই উপভোক্তাকে সারা রাত্রিব্যাপী (রাত্রি ১২টা – সকাল ৬টা) অফুরন্ত ডেটা খরচের স্বাধীনতা দেয়। আজ্ঞে হ্যাঁ, বিঞ্জ অল নাইট সুবিধার ফলে সারা রাতে গ্রাহক যত ডেটা খরচ করুন না কেন, তবু তার রোজকার ডেটা পরিমাণ অক্ষত থাকে। এই মুহূর্তে অন্য কোনো টেলকো উক্ত সুবিধা প্রদান করে না।

এছাড়াও বর্তমানে Vi নিজস্ব উপভোক্তাদের বেশ কিছু ওটিটি (OTT) সুবিধা প্রদান করে থাকে, যা বিশেষভাবে উল্লেখ্য। মূলত ২৯৯ টাকা ও তার থেকে বেশি দামের প্রিপেইড প্ল্যানের সাথে Vi গ্রাহকেরা এই সুবিধাগুলি পেয়ে যাবেন।