Volvo ও Polestar যৌথভাবে ছোট বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে, এক চার্জে চলবে 700 কিলোমিটার

ক্রসওভার (crossover) শ্রেণীর ছোট ইলেকট্রিক গাড়ি তৈরি করার জন্য হাত মেলাল Volvo ও Polestar৷ এই যৌথ উদ্যোগে সম্মিলিতভাবে কাজ করলেও উভয় সংস্থার স্বতন্ত্রতাই বজায় থাকবে বলে জানা গিয়েছে। প্রধানত Mercedes-Benz EQA ও অন্যান্য ছোট বৈদ্যুতিক গাড়ির সাথে টেক্কা দিতেই এই পদক্ষেপটি নিতে চলেছে Volvo ও Polestar।

রিপোর্ট অনুযায়ী, ছোট বৈদ্যুতিক যান তৈরি করতে গিলি (Geely)-র নতুন SEA প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে ভলভো, যা ,৮৬ কিলোওয়াট আওয়ার এবং ১০০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অফার করে। অর্থাৎ তার মধ্যে একটি ব্যবহার হলে ধরে নেওয়া যায় যে, ভলভোর বৈদ্যুতিক ক্রসওভার গাড়ি এক চার্জে ৭০০ কিলোমিটার পর্যন্ত চালানো যেতে পারে।

অন্য দিকে যান্ত্রিক দিক থেকে Polestar এর নতুন বৈদ্যুতিক ক্রসওভার গাড়িটির সঙ্গে Volvo C40-এর মিল থাকতে পারে। অর্থাৎ এটি CMA প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই বানানো হতে পারে। সংস্থার ফ্ল্যাগশিপ এসইউভি এবং অন্যান্য মডেলের তুলনায় এই গাড়িটি কমদামি হবে বলেই ধারণা।

উল্লেখ্য, Polestar যদি আগের মডেলগুলির সাথে মিল রেখে নতুন ক্রসওভার গাড়িটি আনে, তবেএতে ৬৪ কিলোওয়াট আওয়ার অথবা ৭৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারির দেখা মিলতে পারে। একটা বা একজোড়া পাওয়ারট্রেনের সঙ্গে আসতে পারে গাড়িগুলি।