Russia-Ukraine War: ইউক্রেন আক্রমণের প্রতিঘাত, রাশিয়াতে গাড়ির রপ্তানি বন্ধ করল ভলভো

গত সপ্তাহ থেকে ইউক্রেনে সেনা পাঠানো শুরু করেছে রাশিয়া। আন্তর্জাতিক ক্ষেত্রে অসংখ্য দেশ রাশিয়ার এই যুদ্ধনীতির নিন্দা করলেও ভ্রুক্ষেপ করেনি মস্কো। নিজেদের আক্রমণের ধারা অব্যাহত…

গত সপ্তাহ থেকে ইউক্রেনে সেনা পাঠানো শুরু করেছে রাশিয়া। আন্তর্জাতিক ক্ষেত্রে অসংখ্য দেশ রাশিয়ার এই যুদ্ধনীতির নিন্দা করলেও ভ্রুক্ষেপ করেনি মস্কো। নিজেদের আক্রমণের ধারা অব্যাহত রেখে ইউক্রেনের বিরুদ্ধে একের পর এক গোলাবারুদ দাগিয়ে চলেছে। ইউক্রেনের অসংখ্য মানুষ স্বজনহারা ও বিধ্বস্ত। প্রতিমুহূর্তে নিজেদের মৃত্যুর ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছেন তাঁরা।

এরপরও যুদ্ধ চালিয়ে যেতে নাছোড় বাধা রাশিয়া। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনাবাহিনী। আরও বড়সড় হামলার ছক কষছে রাশিয়া। এহেন পরিস্থিতিতে রাশিয়ার অটোমোবাইল শিল্প কোপের মুখে। যুদ্ধনীতির প্রতিবাদ জানিয়ে বহুজাতিক সংস্থা ভলভো (Volvo) রাশিয়াতে তাদের গাড়ি রপ্তানিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করল।

ইতিমধ্যেই একাধিক আর্থিক অনুমোদন হাতছাড়া হয়েছে রাশিয়ার। কারণ ইউরোপের অসংখ্য দেশ মস্কোর সাথে আর্থিক চুক্তি ভঙ্গ করেছে। একটি প্রেস বিবৃতিতে ভলভো জানিয়েছে, তারা সাময়িকভাবে রাশিয়াতে গাড়ির উৎপাদন এবং রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন এবং চীনের কারখানা থেকে রাশিয়াতে গাড়ি রপ্তানি করতো ভলভো। গেল বছর অর্থাৎ ২০২১-এ সংস্থাটি রাশিয়াতে মোট ৯,০০০ টি গাড়ি বিক্রি করেছে। তবে এই গাড়ি রপ্তানি বন্ধের কঠোর সিদ্ধান্ত গ্রহণে ভলভো অগ্রণী ভূমিকা পালন করলেও, সেই পথের পথিক হয়েছে আরও বেশ কয়েকটি প্রথম সারির প্রতিষ্ঠান৷। যেমন ডেইমার ট্রাক (Daimler Truck) জানিয়েছে তারা রাশিয়াতে পাকাপাকি ভাবে ব্যবসা বন্ধ করে দিতে পারে।

আবার মার্কিন অটো জায়ান্ট জেনারেল মোটর্স (General Motors) রাশিয়াতে গাড়ি রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে ফোক্সওয়াগেন (Volkswagen) ও রেনো (Renault) ইউক্রেনের এই মর্মান্তিক অবস্থা দেখে, রাশিয়াতে তাদের গাড়ির উৎপাদন সাময়িকভাবে বন্ধের কথা ঘোষণা করেছে।