Polestar 3 ইলেকট্রিক SUV আত্মপ্রকাশ করবে এই অক্টোবরে, 600 কিমি রেঞ্জ ও অটোনমাস ড্রাইভিং প্রযুক্তি থাকবে

ভলভো (Volvo)-র হাই-পারফরম্যান্স কার সাবসিডিয়ারি হিসাবে পরিচিত পোলেস্টার (Polestar) ইতিমধ্যেই Polestar 1 বলে একটি হাইব্রিড কুপ এবং Polester 2 মডেলের এক সেডান গাড়ি বাজারে এনেছে। এবার সুইডিশ সংস্থাটি তাদের প্রথম ইলেকট্রিক SUV লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে।

পোলেস্টার-এর তৃতীয় গাড়ি এবং প্রথম বৈদ্যুতিক এসইউভি Polestar 3 আত্মপ্রকাশ করছে আগামী অক্টোবরে। আবার এটাই সংস্থার প্রথম গাড়ি, যার উৎপাদন হবে আমেরিকায়। Polestar 3-এর মাধ্যমে সে দেশের তীব্র প্রতিযোগিতাপূর্ণ এসইউভির বাজারে লড়াই জমিয়ে দিতে চাইছে ভলভো।

Tesla Model X, Audi E-Tron, Mercedes-Benz EQE, Riviab R1S, এবং Fisker Ocean-এর সঙ্গে প্রতিযোগিতা চলবে Polestar 3-র। ভলভোর দক্ষিণ ক্যারোলিনার কারখানায় তৈরি হবে গাড়িটি৷ এতে ডুয়াল মোটর থাকবে। ব্যাটারিতে ফুল চার্জ থাকলে ৬০০ কিমি পর্যন্ত দৌড়তে পারবে।

পোলেস্টার ৩ এসইউভি-তে হাইওয়ের জন্য অটোনমাস ড্রাইভিং প্রযুক্তি থাকবে। লুমিনার এবং এনভিডিয়া লিডার সেন্সর এবং অন্যান্য হার্ডওয়্যার সরবরাহ করবে। উল্লেখ্য, ২০২৪-এর মধ্যে Polestar 4 (কম্প্যাক্ট এসইউভি) এবং Polestar 5 (স্পোর্টস সেডান) গাড়ি লঞ্চের পরিকল্পনা করছে ভলভো।