Volvo XC40 Recharge: ভলভোর প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হল ভারতে, এক চার্জে 400 কিমি, দেশের সবচেয়ে সস্তা লাক্সারি EV এটি

সাম্প্রতিক সময়ে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে লাক্সারি মডেলের আনাগোনা হামেশাই নজরে পড়ছে। বোঝাই যাচ্ছে, লাক্সারি সেগমেন্ট মানেই মধ্যবিত্তের কেবল নাগালেরই নয়, কল্পনারও অতীত। দাম শুনলেই খানিকক্ষণ বাকরুদ্ধ হতে হয়! মধ্যবিত্ত প্রধান দেশ হওয়া সত্ত্বেও ভারত ইদানিং বিদেশী সংস্থাগুলির মধ্যমণি হয়ে উঠেছে। দেশের বাজারে গাড়ি লঞ্চ করা নিয়ে নিজেদের মধ্যে রেষারেষি চালাচ্ছে তারা। BMW, Audi-র পর এবারে ঝাঁ চকচকে XC40 Recharge ইলেকট্রিক SUV গাড়ি নিয়ে হাজির হল সুইডেনের বহুজাতিক অটোমোবাইল সংস্থা ভলভো (Volvo)। ভারতে যার দাম ৫৫.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এদেশে Volvo XC40 Recharge হল সংস্থার প্রথম ব্যাটারিচালিত গাড়ি।

মূল্য প্রায় ৫৬ লাখ টাকার কাছাকাছি হলেও, ভারতে লাক্সারি ইলেকট্রিক গাড়ির বাজারে Volvo XC40 Recharge সর্বাধিক সাশ্রয়ী মডেল। সংস্থাটি জানিয়েছে গাড়িটি বেঙ্গালুরুর নিকটবর্তী হোসাকোটের কারখানায় যন্ত্রাংশ জুড়ে তৈরি করা হবে।  উল্লেখ্য, এদেশে তাদের পেট্রল চালিত XC40 SUV-র  ভার্সনের উপর ভিত্তি করে এসেছে বৈদ্যুতিক অবতারটি। এটিও প্রথাগত জ্বালানি মডেলের মতোই বাজার ধরতে সক্ষম হবে বলে আশাবাদী ভলভো।

সংস্থাটি জানিয়েছে, XC40 Recharge গাড়িটি কেবল অনলাইনে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করবে। আগামীকাল অর্থাৎ ২৭ জুলাই সকাল ১১টা থেকে শুরু হচ্ছে এর বুকিং। অক্টোবর থেকেই গাড়িটি ডেলিভারি দেওয়া শুরু করবে ভলভো। এতে তিন বছরের জন্য পরিষেবা এবং রোড সাইড অ্যাসিস্টেন্স অফার করছে কোম্পানি। আবার XC40 Recharge আট বছরের ওয়ারেন্টি এবং একটি ১১ কিলোওয়াট ক্ষমতার ওয়ালবক্স চার্জার সহ আসবে।

Volvo XC40 Recharge-এ উপস্থিত একটি ৭৮ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা গাড়িটিকে সিঙ্গেল চার্জে ৪০০ কিলোমিটারের অধিক রেঞ্জ পেতে সহায়তা করবে। যদিও বাস্তবে পুরোপুরি চার্জে ৩৩৫ কিলোমিটার চলবে বলে জানা গিয়েছে। ০-১০০ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে এর সময় লাগবে ৫ সেকেন্ড। ভলভো এক্সসি৪০ রিচার্জ এর ডুয়াল মোটরের আউটপুট ৪০৮ এইচপি এবং ৬৬০ এনএম। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিমি।

ভলভো এক্সসি৪০ রিচার্জ ১৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ৩৩ মিনিটে ১০-৮০% চার্জ হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া মডেলটিই ভারতে লঞ্চ হয়েছে। এর ফিচারের তালিকায় রয়েছে একটি ১২.৩ ইঞ্চি চালকের ফুল ডিজিটাল স্ক্রিন এবং Google-এর সাথে যৌথভাবে তৈরি নতুন ৯.০ ইঞ্চি ভার্টিক্যাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়া ওয়্যারলেস চার্জিং, প্যানারমিক সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্রভৃতি।

প্রসঙ্গত, গত মার্চ মাসে Volvo XC40 Recharge-র উপর থেকে পর্দা সরানো হয়েছিল। এপ্রিল মাসে লঞ্চের সময়সূচি ধার্য করা হলেও, করোনা সংক্রমণ মাথা চাড়া দেওয়ার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। বাজারে Kia EV6, Jaguar I-Pace ও Mercedes EQC-এর সাথে প্রতিযোগিতা চলবে Volvo XC40 Recharge-এর।

Subhadip Dasgupta

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago