Volvo XC90: এয়ার ক্লিনার প্রযুক্তির সাথে ভলভো বাজারে আনল নতুন গাড়ি

নতুন ভার্সনের XC90 এসইউভি গাড়িটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে বলে ঘোষণা করেছিল Volvo Car India। সেই অনুযায়ী গতকাল আত্মপ্রকাশ ঘটলো Volvo XC90 গাড়িটির। নতুন ভার্সনের এসইউভি মোটরকারটি পেট্রোল মিল্ড-হাইব্রিড ইঞ্জিন সহ এসেছে। উল্লেখ্য, গত মাসেই দেশীয় বাজারে সংস্থাটি নিজেদের একজোড়া বিলাসবহুল গাড়ি Volvo S90 ও Volvo XC60 লঞ্চ করেছিল। বরাবর উচ্চমূল্যের গাড়ি প্রস্তুতকারী সংস্থাটির ফ্ল্যাগশিপ Volvo XC90-র দামও আকাশ ছোঁয়া। আসুন গাড়িটির ফিচার, মোটর, রঙ ও মূল্য সম্পর্কে জেনে নিই।

Volvo XC90 ফিচার

XC90-এর ফিচারে একগুচ্ছ পরিবর্তন ঘটানো হয়েছে। যেমন ভলভো-র নতুন অত্যাধুনিক এয়ার ক্লিনার প্রযুক্তির সাথে এসেছে এটি। এই প্রযুক্তিটি বাইরের তুলনায় কেবিনের ভেতরের বাতাসের মান উন্নত করবে।

অন্য আপডেটের মধ্যে ভলভো এক্সসি৯০-তে একটি হেডস-আপ ডিসপ্লে রয়েছে, যেটি চালককে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। যেমন গাড়ির গতিবেগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এলার্ট সহ আরো অন্যান্য। এই ডিসপ্লেটি ড্যাশবোর্ডের উপরে থাকায় গাড়ি চালানোর সময় রাস্তার থেকে দৃষ্টি ফেরাতে হবে না চালককে। তবে Volvo S90 ও Volvo XC60-র মত Volvo XC90-তে কোনো গুগল-পাওয়ার্ড ইনফোটেইনমেন্ট সফটওয়্যার দেওয়া হয়নি।

সুরক্ষাজনিত ফিচারগুলির মধ্যে এতে রয়েছে পাইলট অ্যাসিস্ট, লেন কিপিং এইড, ব্লাইন্ড স্পট ইনফর্মেশন সিস্টেম সাথে ক্রস ট্রাফিক অ্যালার্ট, কলিশন মিটিগেশন সাপোর্ট, ৩৬০ ডিগ্রী ক্যামেরা এবং পার্ক অ্যাসিস্ট পাইলট। এছাড়া নতুন ভার্সনের এক্সসি৯০ গাড়িটিও আগের মতই ৭ সিটের সাথে এসেছে। বাকি ফিচারগুলি পুরানো মডেলটির মতোই একই রাখা রয়েছে।

Volvo XC90 মোটর

ভলভো এক্সসি৯০ ফ্ল্যাগশিপ গাড়িটিতে রয়েছে নতুন মিল্ড-হাইব্রিড ১৯৬৯ সিসি-র অতি শক্তিশালী মোটর, যা থেকে সর্বোচ্চ ৩০০ এইচপি পাওয়ার এবং ৪২০ এনএম টর্ক পাওয়া যাবে। পাওয়ারফুল মোটরটিকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য এতে রয়েছে অল হুইল পাওয়ার্ড ৮-স্পিডের অটোমেটিক ট্রান্সমিশন।

Volvo XC90 রঙ

চারটি এক্সটেরিয়র রঙয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে XC90 – ক্রিস্টাল হোয়াইট পার্ল, অনিক্স ব্ল্যাক, ডেনিম ব্লু এবং পাইন গ্রে।

Volvo XC90 দাম

ভারতের বাজারে Volvo XC90-র মূল্য ৮৯.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। Land Rover Discovery, Mercedes-Benz GLX, ও BMW X7 – এর মতো গাড়িগুলি Volvo XC90-এর মূল প্রতিদ্বন্দ্বী হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago