Smart TV: নতুন টিভি কিনবেন? সস্তায় পাবেন VU-এর ওয়েবসাইটে

ভারতে স্মার্ট টিভির বাজারে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে Vu Television। তবে এই জনপ্রিয়তা আরও বাড়াতে সংস্থাটি এখন তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ব্র্যান্ডের স্মার্ট টিভিগুলি বিক্রি…

ভারতে স্মার্ট টিভির বাজারে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে Vu Television। তবে এই জনপ্রিয়তা আরও বাড়াতে সংস্থাটি এখন তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ব্র্যান্ডের স্মার্ট টিভিগুলি বিক্রি করার সিদ্ধান্ত নিল। আজ্ঞে হ্যাঁ! vustore.com ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতারা এখন সরাসরি টিভি কিনতে পারবেন। আপাতত Vu প্রিমিয়াম টিভি রেঞ্জের দুটি মডেল নয়া ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন ক্রেতারা। সংস্থার দাবি, এর ফলে গ্রাহকরা অধিক নির্ভরযোগ্যতা ও আস্থার সঙ্গে একটি নতুন টেলিভিশন, ব্র্যান্ড থেকে সরাসরি কিনতে পারবেন। শুধু তাই নয় বরং অন্য রিটেইলার প্ল্যাটফর্মের থেকে আরো ভালো মূল্য এবং পরিষেবা পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

ইতিমধ্যেই Vu বিভিন্ন ই-কমার্স সাইট যেমন, অ্যামাজন, ফ্লিপকার্ট, টাটা ক্লিকের মাধ্যমে তাদের বিভিন্ন মডেলের টিভি বিক্রি করেছে। এছাড়াও ক্রেতারা বিজয় সেলস, রিলায়েন্স ডিজিটাল সহ কোম্পানির নিজস্ব অফলাইন স্টোর ও ডেমো সেন্টার থেকেও Vu টিভি কিনতে পারেন। কোম্পানির সিইও দেভিতা সরফের (Devita Saraf) মতে, দেশ জুড়ে প্রায় কুড়ি হাজারের বেশি পিন কোডে এই নতুন অনলাইন স্টোর থেকে টিভি সরবরাহ করা হবে। টিভি কেনার সময় ক্রেতারা যাতে ব্যক্তিগতভাবে সাহায্য পান, তাই চ্যাট ও ফোন কলের সুবিধাও রাখছে কোম্পানি। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতারা তাদের অর্ডার এবং ডেলিভারি স্ট্যাটাস জানতে পারবেন।

আপাতত vustore.com ওয়েবসাইটটিতে কোম্পানির প্রিমিয়াম রেঞ্জের দুটি টিভি পাওয়া যাচ্ছে – Vu Premium 4K TV এবং Vu Premium TV( Full HD) টিভি। ৪৩ ইঞ্চির ভিইউ প্রিমিয়াম ৪কে টিভির দাম ২৪,৯৯৯ টাকা এবং ভিইউ প্রিমিয়াম (ফুল এইচ ডি) টিভির দাম রয়েছে ১৯,৯৯৯ টাকা।

অন্যান্য ডিসট্রিবিউশন চ্যানেলের পাশাপাশি, সংস্থাটি পরবর্তীকালে তাদের অনলাইন স্টোরে আরও বেশিসংখ্যক টিভি লঞ্চ করার পরিকল্পনা করছে। অনলাইন এবং অফলাইনে বিভিন্ন রিটেইলারের পাশাপাশি কোম্পানিটি একটি স্বাধীন নেটওয়ার্ক বজায় রাখার চেষ্টা করছে, যা ক্রেতাদের কেনাকাটার সাথে শিপিং এবং ইনস্টলেশনের অনুরোধগুলো পূরণ করতে সক্ষম হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের শুরুতে Vu ভারতীয় বাজারে লঞ্চ করেছিল Cinema TV Action সিরিজ। যার দাম শুরু হয়েছিল ৪৯,৯৯৯ টাকা থেকে। এটি ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি এই তিনটি ভ্যারিয়েন্টে এসেছিল। এই সিরিজের টিভিতে ডলবি ভিশন এইচডিআর সাপোর্ট করে এবং এগুলি অ্যান্ড্রয়েড টিভি প্ল্যাটফর্মে চলে।