WazirX Hack: ভারতের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাক করে 1,964 কোটি টাকা চুরির অভিযোগ!

সাইবার হামলার কবলে পড়ল ভারতের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, ওয়াজিরএক্স। ২৩৫ মিলিয়ন ডলারের টোকেন হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। যা প্রায় ১৯৬৪ কোটি টাকার সমান। ওয়ালেট হ্যাক করে…

Wazirx Crypto Exchange Hacked Funds Worth 234 Million Transferred

সাইবার হামলার কবলে পড়ল ভারতের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, ওয়াজিরএক্স। ২৩৫ মিলিয়ন ডলারের টোকেন হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। যা প্রায় ১৯৬৪ কোটি টাকার সমান। ওয়ালেট হ্যাক করে গোটা অর্থ নতুন ঠিকানায় ট্রান্সফার করা হয়েছে। হ্যাকার হানার বিষয়টি প্রথমে নজরে আসে ইজরায়েলের ওয়েব৩ সিকিউরিটি ফার্ম সাইভার্সের।

ইথেরিয়াম ব্লকচেইনে ওয়াজিরএক্স-এর মাল্টি সিগনেচার ওয়ালেটে একাধিক সন্দেহজনক লেনদেন নজরে আসতেই এক্স (সাবেক টুইটার) পোস্টে বিষয়টি জানায় সাইভার্স। জানা গিয়েছে, হ্যাকার হানায় ১০০ মিলিয়ন ডলারের শিবা ইনু উধাও হয়ে গিয়েছে ওয়াজিরএক্স থেকে। চুরি হওয়া টোকেনের মধ্য এটাই সর্বোচ্চ মূল্যের।

৫২ মিলিয়ন ডলার অর্থের ইথেরিয়াম তুলে নিয়েছে হ্যাকাররা। চুরি গিয়েছে ১১ মিলিয়ন ডলারের ম্যাটিক কয়েন। অনচেইন এক্সচেঞ্জ ইউনিসোয়াপ ব্যবহার করে ওয়াজিরএক্স থেকে সরানো হোল্ডিং বিক্রি করতে শুরু করেছে সাইবার অপরাধীরা। বিশেষজ্ঞদের দাবি, গোটা ঘটনার পিছনে উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠীর হাত থাকতে পারে।

ওয়াজিরএক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং লগ্নিকারীদের অর্থ সুরক্ষিত রাখতে সমস্ত প্রকার ক্রিপ্টোকারেন্সির লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখছে। সবচেয়ে চিন্তার বিষয় হল, চুরি যাওয়া টোকেন ওয়াজিরএক্স-এর মোট হোল্ডিংয়ের ৪৫ শতাংশ। সংস্থা এই ফান্ড আদৌ উদ্ধার করতে পারে কিনা অথবা লগ্নিকারীদের কী হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।