Madhyamik Result 2023: আজ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট দেখুন এখান থেকে

WBBSE MP Result 2023: আজ অর্থাৎ ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে। দুপুর ১২টা থেকে অনলাইনে রেজাল্ট (Madhyamik Result 2023) দেখা যাবে। পরীক্ষার্থীরা WBBSE…

WBBSE MP Result 2023: আজ অর্থাৎ ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে। দুপুর ১২টা থেকে অনলাইনে রেজাল্ট (Madhyamik Result 2023) দেখা যাবে। পরীক্ষার্থীরা WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in সহ আরও কয়েকটি সাইট থেকে রেজাল্ট দেখতে পাবেন। তবে তার আগে সকাল ১০ টায় সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

Madhyamik Result 2023 কোন কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা উপরে উল্লেখিত ওয়েবসাইট ছাড়াও wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পারবেন।

WBBSE Madhyamik result 2023: কীভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবেন

  • সর্বপ্রথম রেজাল্টের ওয়েবসাইট, wbbse.wb.gov.in বা wbresults.nic.in-এ ভিজিট করুন।
  • এবার হোমপেজে থাকা WB Madhyamik result 2023 লিংকে ক্লিক করুন।
  • এবার এখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখে রেজাল্ট দেখে নিন।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, স্কুলের প্রধান শিক্ষকরা ১৯ মে দুপুর ১২টা থেকে বোর্ডের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে তাদের শিক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, এই বছর দশম শ্রেণির রাজ্য বোর্ড পরীক্ষায় মোট ৬,৯৮,৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।