Digital Health ID: ডিজিটাল হেলথ আইডি কার্ড কী? কীভাবে আবেদন করবেন? আধার কার্ড থাকলে প্রয়োজন আছে?

এখন বাড়িতে কেউ অসুস্থ হলে আর যাবতীয় রিপোর্ট সঙ্গে নিয়ে এদিক-ওদিক ছুটতে হবে না, পকেটে একটি হেলথ কার্ড (Health Card) থাকলেই যথেষ্ট। গত সোমবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্পের (Ayushman Bharat Digital Mission বা সংক্ষেপে ABDM) উদ্বোধন করেছেন। এই প্রকল্পের প্রথম লক্ষ্যই হল স্বাস্থ্যক্ষেত্রে একটি ডিজিটাল পরিবেশ তৈরি করা। এই প্রকল্পের অধীনে দেশের সমস্ত নাগরিককে একটি হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনো ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড তাঁর নামে তৈরি হেলথ অ্যাকাউন্টেই রেজিস্ট্রার করা থাকবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতায় ‘National Health Authority’-র সঙ্গে সরাসরি যুক্ত থাকবে এই হেলথ কার্ড। সহজ ভাষায় বললে, আধার কার্ডে যেমন ব্যক্তির পার্সোনাল ডিটেলসের হিস্ট্রি নথিভুক্ত থাকে, তেমনি এই Digital Health ID card-এ থাকবে ব্যক্তির মেডিক্যাল হিস্ট্রি। আসুন, এই Health Card সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Digital Health ID কী?

হেলথ আইডি কার্ড কে একটি অনলাইন হেলথ অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে যেখানে কোনো ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য রেকর্ড করা থাকবে। ১৪ ডিজিটের এই স্বাস্থ্য পরিচয়পত্রের মাধ্যমেই এখন থেকে দেশের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তি প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্টস সাথে না থাকলেও অনায়াসে চিকিৎসা করাতে পারবেন। ওই কার্ডের ইউনিক আইডি নম্বরের সাহায্যই যাবতীয় তথ্য পৌঁছে যাবে দেশের যে কোনো চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

কী ধরনের হেলথ ডেটা এই Digital Health ID কার্ডে স্টোর করা থাকবে?

আপনার যাবতীয় হেলথ হিস্ট্রির ট্র্যাক রাখাই হল এই ডিজিটাল হেলথ কার্ডের মূল উদ্দেশ্য। উদাহরণস্বরূপ, আপনার বিভিন্ন রক্ত পরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে আপনার যাবতীয় রোগের বিস্তারিত বর্ণনা, কোন পদ্ধতিতে চিকিৎসা চলছে, কী কী উপসর্গ দেখা গেছে, কী কী ওষুধ প্রয়োগ করা হচ্ছে এবং কোন চিকিৎসকের কাছে কবে গিয়েছেন, ইত্যাদি সংক্রান্ত যাবতীয় তথ্য এই কার্ডে মজুত থাকবে।

সকল নাগরিকের জন্য কি Digital Health ID বাধ্যতামূলক?

বর্তমানে ডিজিটাল হেলথ আইডি বাধ্যতামূলক করা হবে কি না সে সম্পর্কে সরকার নিশ্চিতভাবে কিছু জানায়নি। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (National Health Authority) ওয়েবসাইট অনুসারে, “যদি কেউ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে (ABDM) অংশ নিতে চায় এবং তাদের হেলথ রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে উপলব্ধ করতে আগ্রহী হয়, তাহলে তাকে একটি Health ID তৈরি করতে হবে।” তবে একথা বলার অপেক্ষা রাখে না যে বীমা সংস্থা, হাসপাতাল, সাবসিডি বেনিফিসিয়ারির ক্ষেত্রে ভবিষ্যতে হেলথ আইডির প্রয়োজন হতে পারে।

Digital Health ID তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হবে?

আপনি আপনার মোবাইল নম্বর বা আধার কার্ড ব্যবহার করে আপনার ডিজিটাল হেলথ আইডি তৈরি করতে পারেন। মোবাইল নম্বরের মাধ্যমে হেলথ আইডি তৈরির জন্য আপনার নাম, জন্ম সাল, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নম্বরের প্রয়োজন হবে। একইভাবে আধারের মাধ্যমে হেলথ আইডি তৈরির ক্ষেত্রে আপনার নাম, জন্ম সাল, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নম্বর এবং আধার নম্বর কাজে লাগবে।

Health ID তৈরির জন্য কি আধার কার্ড বাধ্যতামূলক?

উপরে উল্লেখিত পয়েন্টে থেকেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, হেলথ আইডি তৈরির জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়, কারণ মোবাইল নম্বরের মাধ্যমেও হেলথ আইডি তৈরি করা যেতে পারে। তাই আপনি যদি না চান, তাহলে আধার কার্ড ছাড়াও হেলথ আইডি পেতে পারেন।

Health ID তৈরি করার জন্য আধারের পরিবর্তে অন্যান্য আর কোন কোন ডকুমেন্টস ব্যবহার করা যেতে পারে?

বর্তমানে শুধুমাত্র আধার এবং মোবাইল নম্বর ব্যবহার করেই হেলথ আইডি তৈরি করা সম্ভব। তবে ভবিষ্যতে আধার ছাড়া অন্য বিকল্পও থাকার সম্ভাবনা রয়েছে। National Health Authority-র ওয়েবসাইট অনুযায়ী, “যাতে ব্যবহারকারীরা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদির মতো অন্যান্য আইডি ডকুমেন্টস ব্যবহার করেও তাদের Health ID তৈরি করতে পারে, তার জন্য ABDM জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে।”

কীভাবে আপনি আপনার হেলথ আইডি তৈরি করবেন?

আপনি Health ID ওয়েবসাইটে সেল্ফ-রেজিস্ট্রেশনের মাধ্যমে বা Google Play store থেকে ABDM Health Records অ্যাপ ডাউনলোড করে একটি হেলথ আইডি পেতে পারেন। আপনি একটি সরকারী বা বেসরকারী হাসপাতাল বা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রেও আপনার Health ID তৈরির জন্য অনুরোধ করতে পারেন।

আধার কার্ড থাকলে আর পৃথকভাবে Health ID-র প্রয়োজন আছে কী?

আধার কার্ড মূলত নাগরিকদের আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহৃত হয় এবং এটির ব্যবহার আইনত সীমাবদ্ধ। কিন্তু দেশের যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারকে আপনার হেলথ হিস্ট্রি জানানোর জন্য এই কার্ডের কোনো ব্যবহারিক প্রয়োগ নেই। তাই চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে দেশের যে কোনো প্রান্তে যথাযথ সুবিধা পাওয়ার জন্য হেলথ আইডি কার্ডের প্রয়োজন।

আপনি কি পৃথক হেলথ ডেটার জন্য পৃথক Health ID পেতে পারেন?

যেহেতু হেলথ ডেটা সেনসিটিভ, তাই আপনি আপনার যাবতীয় মেডিক্যাল রেকর্ড ডাক্তারের সাথে শেয়ার করতে নাও চাইতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যখন ভাঙা হাত বা পায়ের চিকিৎসা করাচ্ছেন, তখন আপনি চাইলে আপনার আগের যৌন রোগের চিকিৎসা সংক্রান্ত খবরাখবর ডাক্তারকে নাও জানাতে পারেন। সুতরাং, আপনি চাইলে আপনার কাছে সেপারেট হেলথ আইডি তৈরি করার স্বাধীনতা রয়েছে। তবে সহজেই সবসময় অ্যাক্সেস করার জন্য একটি Health ID রাখাই উচিত বলে National Health Authority-র অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

আপনি কি আপনার Health ID ডিলিট করতে পারেন?

হ্যাঁ, আপনি এটিকে স্থায়ীভাবে ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। শুধু তাই নয়, ডিঅ্যাক্টিভেট করার পর আপনি চাইলে এটিকে পুনরায় অ্যাক্টিভেটও করতে পারেন। ডিলিট করা হয়ে গেলে আপনার ডিজিটাল হেলথ আইডি থেকে যাবতীয় তথ্য চিরতরের জন্য মুছে যাবে। আপনি ভবিষ্যতে আপনার হেলথ আইডিতে ট্যাগ করা কোনো তথ্য পুনরুদ্ধার (retrieve) করতে পারবেন না। আপনি কখনোই আপনার ডিলিট করা হেলথ আইডি দিয়ে ABDM অ্যাপ্লিকেশন বা কোনো হেলথ রেকর্ড অ্যাক্সেস করতে পারবেন না। হেলথ আইডি ডিঅ্যাক্টিভেট থাকাকালীন আপনি সমস্ত ABDM অ্যাপ্লিকেশনগুলির অ্যাক্সেস হারাবেন। যতক্ষণ না আপনি আপনার Health ID পুনরায় অ্যাক্টিভেট করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো স্বাস্থ্য কেন্দ্রে আপনার হেলথ আইডি শেয়ার করতে বা ABDM নেটওয়ার্কে আপনার হেলথ রেকর্ডগুলি শেয়ার করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

45 mins ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

51 mins ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

3 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

3 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

4 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

4 hours ago