মিলবে অফুরন্ত স্টোরেজ ও প্রতিদিন ৪,০০০টি ডিজিটাল ফটো ক্লিকের সুবিধা, চমৎকারের নাম Petabyte!

বর্তমান সময়ে আমরা যে সমাজে বাস করি, সেটা পুরোটাই ইন্টারনেট এবং কম্পিউটারের যুগ। আর সেই কারণে বাইট, মেগাবাইট এবং গিগাবাইটের মতো শব্দগুলির সঙ্গে এখন আমরা…

বর্তমান সময়ে আমরা যে সমাজে বাস করি, সেটা পুরোটাই ইন্টারনেট এবং কম্পিউটারের যুগ। আর সেই কারণে বাইট, মেগাবাইট এবং গিগাবাইটের মতো শব্দগুলির সঙ্গে এখন আমরা কমবেশি সকলেই পরিচিত। তবে এই শব্দগুলির ছোটোখাটো রূপ অর্থাৎ এমবি কিংবা জিবি-ই এখন সবার মুখে মুখে ফেরে। আদতে যেকোনো ফর্মে ডেটা পরিমাপের স্কেল হল এমবি ও জিবি এবং এর মৌলিক একক হল বাইট। সোজা কথায় বললে, দূরত্ব মাপার জন্য যেমন মিটার, কিলোমিটার এবং মাইলের মতো এককগুলির প্রয়োজন পড়ে, ঠিক তেমনই স্টোরেজ ক্যাপাসিটি পরিমাপের জন্য এমবি কিংবা জিবি ব্যবহৃত হয়।

তবে এমবি, জিবি-ই কিন্তু শেষ নয়, স্টোরেজ ক্যাপাসিটি পরিমাপের জন্য এর চেয়ে আরও বড়োসড়ো অনেক একক রয়েছে, যেগুলি এখনও পর্যন্ত আমাদের অনেকেরই অজানা। বেশিরভাগ লোকের মস্তিষ্কে গিগাবাইট পর্যন্ত ধারণা রয়েছে, তবে এর পরের এককগুলি অনেকেরই জানা নেই বললেই চলে। উল্লেখ্য যে, ১০২৪ বাইট= ১ কিলোবাইট, ১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট, ১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট; আর, এর পরবর্তী ডেটা পরিমাপের দুটি একক হল টেরাবাইট বা টিবি (TB) এবং পেটাবাইট বা পিবি (PB)। আপনাদের জানিয়ে রাখি যে, ১০২৪ গিগাবাইট= ১ টেরাবাইট, এবং ১০২৪ টেরাবাইট= ১ পেটাবাইট। আর এই পেটাবাইট (Petabyte)-ই হল আমাদের আজকের এই প্রতিবেদনের মুখ্য আলোচ্য বিষয়।

Petabyte কী? 

আগেই বলেছি যে, পেটাবাইট (PB) হল ডেটা পরিমাপের একক। বড়োসড়ো পরিমাণ ডেটা পরিমাপের ক্ষেত্রে আজকাল এই এককটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে, এক পেটাবাইট ডেটা স্টোর করার জন্য ৭৪.৫ কোটিরও বেশি ফ্লপি ডিস্কের প্রয়োজন হবে। অথবা ১৫ লক্ষ সিডি রম ডিস্কে এই বিপুল পরিমাণ ডেটা স্টোর করা যেতে পারে। এটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে, এক পেটাবাইট ডেটা স্টোর করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। সত্যি কথা বলতে গেলে, এক পেটাবাইট মানে যে ঠিক কতটা ডেটা হবে তা কল্পনায় আনাও খুবই মুশকিল ব্যাপার। প্রসঙ্গত উল্লেখ্য, আপনারা হয়তো জনপ্রিয় হলিউড মুভি অবতারের কথা শুনেছেন, যেটি চমকপ্রদ গ্রাফিক্সে ভরপুর। তবে জানেন কি এই পুরো চলচ্চিত্রটির গ্রাফিক্স রেন্ডার করার জন্য ১ পিবি স্টোরেজের প্রয়োজন পড়েছিল?

কী সুবিধা Petabyte-এর?

সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, মানুষের মস্তিষ্কে ২.৫ পেটাবাইট মেমোরি রয়েছে; আর এই বিপুল পরিমাণ স্টোরেজ স্পেসে আপনি ৩.৪ বছর পর্যন্ত লাগাতার ফুল এইচডি রেকর্ডিং করা চালিয়ে যেতে পারবেন। লাইব্রেরি অফ কংগ্রেসে ২০ পিবি-র বেশি ডেটা স্টোর করা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া, কোনো ডিভাইসে ১ পিবি স্টোরেজ স্পেস থাকলে আপনি সারাজীবন ধরে প্রতিদিন ৪,০০০টি ডিজিটাল ফটো ক্লিক করার পাশাপাশি সেগুলিকে সেভ করারও সুযোগ পেয়ে যাবেন, যা এককথায় অবিশ্বাস্য! তাই সত্যি সত্যিই অদূর ভবিষ্যতে পেটাবাইট চালিত কোনো ডিভাইস আবিষ্কৃত হলে স্টোরেজ স্পেস খালি করা নিয়ে ইউজারদেরকে যে আর কোনো চিন্তাই করতে হবে না, সেকথা বলাই বাহুল্য।