Solar Storm: সৌর ঝড় কী? কেন একে বিপজ্জনক ভাবা হয়?

গত কয়েক মাস ধরে ‘সৌর ঝড়’ নামক শব্দবন্ধনী বিজ্ঞান বিষয়ক খবরে ঘুরে ফিরে আসছে। সোলার সিস্টেমের অপরিসীম শক্তি পৃথিবীবাসীর জন্য যেকোনো সময়ে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে বলে অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়া গবেষকেরা, পৃথিবীতে ধ্বংসযজ্ঞ ঘটার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে, একটি বড় সৌর ঝড়, স্যাটেলাইট সিস্টেম বা ফাইবার-অপটিক সংযোগসহ বিশ্বের বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক অবকাঠামোকে তো প্রভাবিত করেই; একইসাথে এতে প্রাণহানি বা বিপর্যয়েরও ঝুঁকি রয়েছে। কিন্তু ঠিক কী এই সৌর ঝড় (Solar Storm)? বাস্তবে এর ভয়াবহতাই বা কতটা? আজ বলব সেসব কথাই।

সৌর ঝড় (Solar Storm) আসলে কী?

নাসা (NASA)-র মতে, মূলত সূর্যের পৃষ্ঠ থেকে নির্গত বিভিন্ন ধরণের অগ্ন্যুৎপাত বা শক্তি থেকে সৌর ঝড় তৈরি হয়। এর মধ্যে কারণ হিসেবে ফ্লেয়ার, প্রোমিনেন্স, সানস্পট এবং করোনাল মাস ইজেকশন (CME) ইত্যাদি বিষয়ের নাম নেওয়া যায়, যারা সূর্যের সঞ্চিত চৌম্বকীয় শক্তি হঠাৎ নিঃসরণ করে বা সৌরপৃষ্ঠের কাছাকাছি বা সূর্যের করোনায় স্থিত গরম গ্যাসকে ত্বরান্বিত করে। সেক্ষেত্রে কখনও কখনও এই ঘটনাগুলির ফলে সৃষ্ট কণাগুলি সূর্যের চৌম্বক ক্ষেত্র বরাবর প্রবাহিত হয়ে পৃথিবীর দিকে চলে যায়। আর তা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে ধাক্কা খেয়ে বিকিরণ বেল্টে আটকে যায় এবং পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে প্রবেশ করে আকাশে অদ্ভুত আলোর রং বা অরোরা সৃষ্টি করে।

সৌর ঝড় থেকে কী বিপদ হতে পারে?

উক্ত একই চার্জযুক্ত কণাগুলি, নিজস্ব চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তন করতে এবং কম্পাস রিডিং প্রভাবিত করতে পারে। এদিকে পৃথিবীর পরিবর্তিত চুম্বকীয় ক্ষেত্রগুলি দীর্ঘ পাইপলাইনে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, অথবা বিদ্যুৎ গ্রিডে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করতে পারে যার ফলে ব্রাউনআউট এবং ব্ল্যাক আউটের মত দুর্যোগ দেখা যাবে। এছাড়া একটি সৌর ঝড় কৃত্রিম উপগ্রহ, টেলিযোগাযোগ এবং নেভিগেশন সিস্টেমের কাজকেও ব্যাহত করতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বিজ্ঞানী সঙ্গীতা আবদু জ্যোতি, ইরভিন এবং ভিএমওয়্যার রিসার্চ দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্রে সৌর ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। সেখানে জ্যোতি বলেছেন যে, একটি সৌর ঝড় সাবমেরিন কেবলগুলির কিছু অংশ ক্ষতিগ্রস্ত করতে পারে যাতে ইন্টারনেটের নিরবচ্ছিন্ন পরিষেবা ব্যাহত হবে। এমনটা হলে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সংযোগ প্রভাবিত হবে; দোলাচল দেখা দেবে এশিয়ার সংযোগ কেন্দ্রগুলিতেও। উপরন্তু এই ঝড় থেকে সমুদ্রের নিচে থাকা বা পাওয়ার ফিডিং লাইনগুলি বিপর্যস্ত হতে পারে।

সোজা ভাষায় বললে একটি সৌর ঝড় – পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থা, রেডিও সিগন্যাল, স‍্যাটেলাইট কানেকশন, মোবাইল ফোনের সিগন্যাল ইত্যাদির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মহাকাশচারী ব্যতীত সাধারণ মানুষের জন্য এটি বিপজ্জনক নয় কারণ বেশিরভাগ সৌর বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন