WhatsApp-এর নয়া ফিচার, ভয়েস মেসেজ পাঠানোর আগে শোনা যাবে

মাস দুয়েক আগে অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য ভয়েস মেসেজ প্রিভিউ ফিচার এনে হাজির করেছিল WhatsApp (হোয়াটসঅ্যাপ); সেক্ষেত্রে এখন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি সমস্ত ইউজারদের জন্যই এই অপশনটি উপলব্ধ করল। হ্যাঁ, খুব সম্প্রতি WhatsApp তার স্টেবল ভার্সনের ভয়েস মেসেজ শেয়ার করার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। এর ফলে এখন ইউজাররা কোনো ভয়েস নোট রেকর্ড করে মেসেজ হিসেবে পাঠানোর সময় সেটি আগে নিজে শোনার বিকল্প পাবেন। এই প্রিভিউয়ের মাধ্যমে মিলবে ভয়েস নোট ডিলিট করে পুনরায় রেকর্ড করার সুবিধাও।

কিভাবে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠাবেন?

যারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাতে জানেন না, তাদের বলি এই পদ্ধতিটি খুবই সহজ।

১. কোনো ব্যক্তিকে বা গ্রুপে ভয়েস মেসেজ পাঠাতে হলে প্রথমে ইন্ডিভিজুয়াল চ্যাট বা গ্রুপ চ্যাট খুলুন।

২. মাইক্রোফোন আইকনে লং প্রেস করুন বা ওপরে স্লাইড করুন এবং সেটি কার্যকরী হলে কথা বলা শুরু করুন৷

৩. রেকর্ড শেষ হয়ে গেলে, মাইক্রোফোন থেকে আঙুল সরান৷ এতে ভয়েস মেসেজ স্বয়ংক্রিয়ভাবে রিসিপেন্টের কাছে পৌঁছে যাবে।

WhatsApp-এর ভয়েস মেসেজ প্রিভিউ করার উপায়

১. রেকর্ড করা ভয়েস মেসেজের প্রিভিউয়ের জন্য কোনো চ্যাট খুলুন।

২. মাইক্রোফোনটিতে টাচ করুন এবং হ্যান্ডস-ফ্রি রেকর্ডিংয়ের জন্য আইকনটিকে ওপরে স্লাইড করুন৷

৩. কথা বলা শুরু করুন এবং রেকর্ডিং শেষ হলে আইকনটিতে আবার আলতো ক্লিক করুন।

৪. আপনার রেকর্ডিং শুনতে প্রদত্ত প্লে অপশনে ট্যাপ করুন। রেকর্ডের কোনো নির্দিষ্ট অংশ চালানোর জন্য টাইমস্ট্যাম্পের যেকোনো জায়গায় ট্যাপ করুন।

রিসিভ হওয়া ভয়েস মেসেজের প্লেব্যাক কন্ট্রোল

বড় ভয়েস মেসেজ পেলে অনেকেরই সেটি শোনার মত পর্যাপ্ত সময় থাকে না। আবার অনেকে ভয়েস মেসেজ শোনার জন্য তাড়াহুড়ো করেন। এইসব ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ প্লেব্যাক কন্ট্রোল বেশ কার্যকরী হবে।

১. এক্ষেত্রে প্রাপ্ত ভয়েস মেসেজের স্পিড নিজের ইচ্ছামত সেট করার জন্য মেসেজটি প্লে করুন।

২. মেসেজ প্লে করার সময় পাশে প্রদর্শিত আইকন থেকে 1x, 1.5x বা 2x অপশন বেছে নিন।