WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর, ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করতে হাতে পাবেন ৭ দিন

বেশ কয়েকদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp, ‘delete for everyone’ ফিচারটির সময়সীমা বাড়ানোর জন্য কাজ করছে। ভুল করে কাউকে পাঠানো কোনো মেসেজ ডিলিট করার জন্য বর্তমানে ব্যবহারকারীদের কাছে প্রায় এক ঘন্টা, আট মিনিট সময় বরাদ্দ রয়েছে। কিন্তু সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এই সময়সীমা বাড়িয়ে ৭ দিন করতে চলেছে। অর্থাৎ, এখন ইউজাররা ভুল করে কাউকে কোনো মেসেজ পাঠিয়ে ফেললে তা মুছে ফেলার জন্য ৭ দিন সময় পাবেন।

রোজ যারা হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকেন তাদের কাছে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি খুবই পরিচিত। একটানা অনেকক্ষণ চ্যাট করতে করতে টাইপিং মিস্টেকের দরুন প্রায়শই ভুলভাল মেসেজ লেখা এবং তা অপরপক্ষের কাছে সেন্ডও হয়ে যায়। ফলস্বরূপ ভুল শোধরাতে তৎক্ষণাৎ এই ফিচারটি আমরা সকলেই ব্যবহার করি। এই ফিচারটি ব্যবহার করার ফলে সেন্ডারের পাশাপাশি প্রাপকের চ্যাট লিস্ট থেকেও মেসেজটি ডিলিট হয়ে যায়।

উল্লেখ্য যে, হোয়াটসঅ্যাপ এই ফিচারটি প্রাথমিকভাবে ২০১৭ সালে চালু করেছিল, এবং তখন এর সময়সীমা ছিল ৭ মিনিট। অর্থাৎ মেসেজ সেন্ড করার ৭ মিনিটের মধ্যে সেটি ডিলিট করতে হবে। এরপর থেকেই Facebook-এর (এখন Meta) মালিকানাধীন এই অ্যাপটি ফিচারটির সময়সীমা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। তাই কয়েক মাস পরে (২০১৮ সালে) এই সময়সীমা এক ঘণ্টার কিছু বেশি সময়ের (৪,০৯৬ সেকেন্ড) জন্য বাড়ানো হয়।

তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo নিশ্চিতভাবে জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপ এই সময়সীমা বাড়িয়ে ৭ দিন ৮ মিনিট করতে চলেছে। এর আগে অবশ্য WABetaInfo-র একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল যে, সংস্থাটি ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটির সময়সীমা অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানোর জন্য কাজ করছে, অর্থাৎ ইউজাররা যখন খুশি ভুল মেসেজ ডিলিট করতে পারবেন। যদিও সাম্প্রতিক রিপোর্ট বলছে যে, এই ফিচারের সময়সীমা ৭ দিন ধার্য করা হচ্ছে, কিন্তু যেহেতু ফিচারটি বর্তমানে বিকাশের অধীনে রয়েছে, এবং সংস্থার পক্ষ থেকেও রোলআউটের সময়সীমা জানানো হয়নি, তাই ভবিষ্যতে এই সময়সীমা আবারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত যে কোনো আপডেট পেলেই আমরা তৎক্ষণাৎ আপনাদেরকে জানাতে থাকবো। তাই হোয়াটসঅ্যাপ-এর লেটেস্ট ফিচার সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন টেকগাপে।