সুখবর, ভারতে WhatsApp Pay ফিচার ব্যবহার করতে পারবে দ্বিগুণ সংখ্যক ইউজার

অনলাইন পেমেন্ট মার্কেটে নিজের জায়গা তৈরি করতে, গতবছর ইউপিআই পেমেন্ট বা WhatsApp Pay (হোয়াটসঅ্যাপ পে) নামক ফিচার যোগ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp (হোয়াটসঅ্যাপ)। হালফিল সময়ে এই ফিচারটিকে আরো মডিফায়েড করা হয়েছে। সেক্ষেত্রে শীঘ্রই এই পেমেন্ট ফিচার দেশের ৪০ মিলিয়ন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হবে বলে ঘোষণা করল WhatsApp। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মেসেজিং অ্যাপটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI (এনপিসিআই)-এর তরফ থেকে তার WhatsApp Pay পেমেন্ট পরিষেবা প্রসারিত করার জন্য অনুমোদন পেয়েছে। এই মুহূর্তে ২০ মিলিয়ন WhatsApp ইউজার এই ফিচারটি অ্যাক্সেস করতে পারেন, তাই আগামী দিনে সংস্থাটি পেমেন্ট ফিচার প্রসারিত করলে এর ইউজার সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।

বারবার বাধা পেয়েও চালু হয়েছে WhatsApp Pay

ভারতে পেমেন্ট পরিষেবা শুরু করার জন্য এনপিসিআইয়ের থেকে অনুমোদন পেতে হোয়াটসঅ্যাপের অনেকটা সময় লেগেছে। মেটা (Meta)-র মালিকানাধীন কোম্পানিটি, ভারতীয় প্রবিধান এবং ডেটা স্টোরেজ নিয়ম মেনে চলার চেষ্টা করে বছরের পর বছর কাটাতে বাধ্য হয়েছে। অবশেষে, গত বছর যখন ফিচারটি শেষ পর্যন্ত চালু করা হয়, তখনও তা সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হয়নি। আসলে এনপিসিআই ওই সময় পর্যায়ক্রমে পেমেন্ট ফিচারটি রোলআউটের অনুমতি দিয়েছিল, যার ফলে বর্তমানে মাত্র ২০ মিলিয়ন ইউজার হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে সক্ষম হয়েছেন।

এরপর হোয়াটসঅ্যাপ ভারতে তার পেমেন্ট সার্ভিস ইউজার লিমিট অপসারণ করার জন্য সরকারকে অনুরোধ করে, যদিও তা পুরোপুরি মেনে নেওয়া হল না। কারণ, ক্যাপ সম্পূর্ণরূপে অপসারণ করার পরিবর্তে, এনপিসিআই, আরো ২০ মিলিয়নের ইউজারের কাছে পরিষেবা সম্প্রসারণের অনুমতি দিয়েছে। যদিও নতুন ২০ মিলিয়ন ইউজার কবে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

উল্লেখ্য, এই মুহূর্তে ভারতে হোয়াটসঅ্যাপের ৫০০ মিলিয়নেরও বেশি ইউজার রয়েছে। তাই, এর মধ্যে যদি শুধুমাত্র ৪০ মিলিয়ন ইউজার পেমেন্ট ফিচার ব্যবহার করতে সক্ষম হন, তাহলে তাতে লাভ তো হবেই না, উল্টে এটি কোম্পানির বৃদ্ধির সম্ভাবনা বাধা পাবে। উপরন্তু Google Pay, Phonepe বা Paytm-এর মত জনপ্রিয়তা পাওয়ার স্বপ্ন পূরণ করাও, হোয়াটসঅ্যাপের পক্ষে সম্ভব হবে না।