Banking Trojan: সাবধান, ১ লক্ষ মোবাইল ব্যাঙ্কিং ভাইরাসের খোঁজ মিলল

২০২১ সালে ইন্টারনেটে প্রায় এক লক্ষ মোবাইল ব্যাঙ্কিং ট্রোজানের (Mobile Banking Trojan) উপস্থিতি নিশ্চিত করলো সমীক্ষাকারী সংস্থা সিকিওরলিস্ট (Securelist)। তাদের মতে চলতি সময়ে তারা উক্ত ট্রোজানের প্রায় ৯৭,৬৬১টি ইনস্টলেশন প্যাকেজ শনাক্ত করতে পেরেছে। পূর্ববর্তী বছরের নিরিখে এই সংখ্যা যে অনেকটাই কম তা Securelist তাদের সমীক্ষায় তুলে ধরেছে।

সিকিওরলিস্টের সমীক্ষায় যে ব্যাঙ্কিং ট্রোজানগুলি সবথেকে গুরুত্ব পেয়েছে তাদের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হিসেবে Trojan-Banker.AndroidOS.Agent ভ্যারিয়েন্টের কথা উঠে আসবে। সব ধরনের ব্যাঙ্কিং ট্রোজানের মধ্যে এটি ৩৭.৬৯ শতাংশ আক্রমণের নেপথ্যে রয়েছে। এরপরেই ২১.০৮ এবং ৯.৯১ শতাংশ আক্রমনের নেপথ্যে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে যথাক্রমে Trojan-Banker.AndroidOS.Bray এবং Trojan-Banker.AndroidOS.Fakecalls নামক ভ্যারিয়েন্ট।

ট্রোজান-ব্যাঙ্কারদের দ্বারা সবথেকে বেশি আক্রান্ত এই দেশগুলি

এছাড়া সমীক্ষা অনুযায়ী, আলোচ্য সময়কালে সারা বিশ্বের মধ্যে জাপানে ট্রোজান ব্যাঙ্কারদের দ্বারা ইউনিক ইউজারদের আক্রান্ত হবার হার সবথেকে বেশি। এরপর স্পেন এবং তুরস্কে বসবাসকারী ইউজারগণ উক্ত ধরনের ক্ষতিকারক ট্রোজানের দ্বারা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন।

সমীক্ষায় উঠে আসা আরো একটি উল্লেখযোগ্য তথ্য হলো, ২০২১ সালে একজাতীয় নতুন গেমথিফ-টাইপ (Gamethief-Type) ট্রোজানের দেখা মিলেছে, যারা স্মার্টফোন ব্যবহারকারীর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চুরি করতে সিদ্ধহস্ত। এরা বহু ব্যবহারকারীর জন্য রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে সমীক্ষা জানিয়েছে।

পূর্বের তুলনায় কমেছে ক্ষতিকারক ম্যালওয়্যারের উপস্থিতি

তবে ২০২০ সালে ইন্টারনেট জুড়ে মাস্কিং ম্যালওয়্যারের যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল তা আলোচ্য সময়পর্বে অনেকটাই কমেছে বলে সমীক্ষার দাবী। একইসাথে সমীক্ষাকারীদের বক্তব্য, এসময় আন্তর্জাতিকভাবে সাইবার অপরাধের কোনো নতুন ধারা উঠে আসেনি। যদিও বিশেষ হিসেবে তারা এক্ষেত্রে গুগল প্লে-স্টোরে (Google Play-Store) সক্রিয় জোকার ট্রোজানের নাম (Joker Trojan) উল্লেখ করেছেন।

সর্বোপরি, সিকিওরলিস্টের সমীক্ষাকারীরা জানিয়েছেন ২০২১ সালে তারা অন্তর্জালে প্রায় ৩৪,৬৪,৭৫৬টি ক্ষতিকারক ইনস্টলেশন প্যাকেজ চিহ্নিত করেছেন। পূর্ববর্তী বছরের তুলনায় এই সংখ্যাতেও বড় পতন লক্ষ্য করা গিয়েছে।