whatsapp facebook and instagram to get new meta ai update check benefits details

Meta AI: বদলে যাচ্ছে চ্যাটিংয়ের ধরণ, WhatsApp-এ নীল-বেগুনি আইকন দেখতে পেয়েছেন?

আজকালকার জীবনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে AI চ্যাটবট – কোনো বিষয়ে ডিজিট্যালি তথ্য বা সহায়তা পেতে এখন আর না তো কাস্টমার কেয়ার সার্ভিসের ওপর নির্ভর করতে হয়, না নিজেকে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বখ্যাত টেক কোম্পানি Meta, ভারতে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট তথা Meta AI লঞ্চ করেছে। যারা কোম্পানির মালিকানাধীন Facebook, Instagram এবং WhatsApp-এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলি ব্যবহার করেন, তারা এবার এগুলির অ্যাপে Meta AI ব্যবহার করতে পারবেন।

কী সুবিধা Meta AI-এর?

কোম্পানির দাবি যে, তাদের মেটা এআই সাপোর্ট ইউজারদের দৈনন্দিন কাজে সাহায্য করার পাশাপাশি সৃজনশীলতায় উৎসাহিত করবে। সোজা কথায় বললে, এর মাধ্যমে গ্রুপ চ্যাটের সময় যেকোনো রকমের পরিকল্পনা এবং পরামর্শ করা সহজ হয়ে যাবে। অন্যদিকে চ্যাট থেকে সরাসরি এআই ছবি জেনারেট করা যাবে, মিলবে ইভেন্ট প্ল্যান বানানো, প্রম্পটের মাধ্যমে অ্যানিমেশন তৈরি বা এডিটিংয়ের অপশনও। প্রসঙ্গত, প্রাথমিকভাবে গত বছরের মেটা কানেক্ট হিসেবে লঞ্চ হওয়ার পর, লেটেস্ট এল-লামা ৩ (Llama 3) প্রযুক্তির শক্তি নিয়ে মেটা এআই এপ্রিল থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আর এখন এটি ভারতেও অ্যাক্সেস করা যাবে।

কীভাবে Facebook, WhatsApp ইত্যাদিতে Meta AI ব্যবহার করবেন?

মেটা এআই প্রযুক্তি কোনো ইউজারের হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামে একবার উপলব্ধ বা আপডেট হয়ে গেলে অ্যাপের শীর্ষে একটি নীল-বেগুনি রঙের সার্কেল আইকন প্রদর্শিত হবে। এক্ষেত্রে যেমনটা আগে বলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে মেটা এআইকে হাজির করে নিজেদের প্ল্যান বা চিন্তাভাবনা সম্পর্কে পরামর্শ নেওয়া (যেমন ভালো রেস্তোরাঁর খোঁজ নেওয়া কিংবা কোনো রোড ট্রিপের ধারণা চাওয়া) যেতে পারে।

অন্যদিকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেটা এআইয়ের সাথে ডাইরেক্ট মেসেজ বা ডিএম করে নিজেদের কৌতুহল মেটাতে পারবেন। এর জন্য তাদের চ্যাটে “@” টাইপ করতে হবে। একইভাবে এই প্রযুক্তি ফেসবুক ফিডে পোস্ট দেখার অভিজ্ঞতা আরও উন্নত এবং তথ্য সমৃদ্ধ করে তুলবে। মেসেঞ্জার (Messenger)-এর ক্ষেত্রে মেটা এআই, হোয়াটসঅ্যাপের অনুরূপ সহায়তা প্রদান করতে পারে। এক্ষেত্রে মজার বিষয় হল যে, মেটা এআই-তে ‘ইমাজিন’ (Imagine) নামে একটি স্ট্যান্ডআউট ফিচারও রয়েছে যা ইউজারদের তাদের চ্যাট থেকে সরাসরি এআই ছবিগুলি তৈরি এবং শেয়ার করতে দেবে।

সব ভারতীয়ের কাছেই পৌঁছে যাবে Meta AI

সব মিলিয়ে মেটা এআই যে মানুষের কল্পনাকে বাস্তবে রূপদান করবে এবং সৃজনী ক্ষমতা বাড়াবে তাতে সন্দেহ নেই! তবে এই মুহূর্তে এআই টুলটি ধীরে ধীরে মানে একটু সময় নিয়েই ভারত জুড়ে চালু হচ্ছে। তাই যারা এখনও এর আপডেট পাননি, তাদের চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই মেটা এআই, কোম্পানির সব ইউজারের কাছে পৌঁছে যাবে।