গ্রুপ অ্যাডমিনদের জন্য নয়া ফিচার আনছে WhatsApp, থাকবে সবার মেসেজ ডিলিট করার ক্ষমতা

Meta মালিকানাধীন WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা আমাদের সকলেরই জানা। এই প্ল্যাটফর্মটি ব্যবহারের ক্ষেত্রে ইউজারদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সংস্থাটি প্রায়শই একাধিক কার্যকর তথা মজাদার ফিচার এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে থাকে, এবং এই ফিচারগুলিই মূলত WhatsApp-এর আকাশচুম্বী জনপ্রিয়তার মূল কারণ। আর চিরাচরিত রীতি অনুযায়ী নতুন বছরেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একের পর এক নিত্যনতুন ফিচার আনার ধারা অব্যাহত রেখেছে। এবার সংস্থাটি WhatsApp গ্রুপকে কেন্দ্র করে একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, মেসেজিং অ্যাপটি খুব শীঘ্রই একটি নতুন ফিচার রোলআউট করতে চলেছে, যার সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনো একটি নির্দিষ্ট মেসেজ সকলের জন্য ডিলিট করে দিতে সক্ষম হবে। অর্থাৎ সোজা কথায় বললে, কোনো গ্রুপে কোন মেসেজগুলি থাকবে আর কোনগুলি ডিলিট হবে সে সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করা হচ্ছে গ্রুপ অ্যাডমিনদের। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যতজন অ্যাডমিনই থাকুক না কেন, তাদের সবারই এই কাজটি করার ক্ষমতা থাকবে। হর্তাকর্তা-বিধাতা হিসেবে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের এমনিতেই কিছু অতিরিক্ত ক্ষমতা রয়েছে। এবার এই ফিচারটি রোলআউট হয়ে গেলে তাদের হাতে আরও একটি অতিরিক্ত ক্ষমতা চলে আসবে।

হোয়াটসঅ্যাপ-এর ফিচার ট্র্যাকার Wabetainfo, Twitter-এর জানিয়েছে যে, Android ব্যবহারকারীদের ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনরা হোয়াটসঅ্যাপ বিটার ভবিষ্যতের আপডেটে গ্রুপের সকলের জন্য একটি মেসেজ ডিলিট করার ক্ষমতা পাবে। তাদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, যখন কোনো গ্রুপ অ্যাডমিন একটি মেসেজ ডিলিট করে দেবে, তখন “This was deleted by an admin” (“এটি একজন অ্যাডমিন কর্তৃক ডিলিট করে ফেলা হয়েছে”) লেখা একটি নোট প্রদর্শিত হবে। এর ফলে গ্রপের অন্য সদস্যরাও জানতে পারবে যে কোন অ্যাডমিন মেসেজটি ডিলিট করেছে।

আসলে অনেক সময় গ্রুপের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি এমন কোনো মেসেজ (অশ্লীল বা আপত্তিকর) গ্রুপে সেন্ড করে যা হয়তো গ্রুপের সকলের মতাদর্শের সাথে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয় না। ফলে গ্রুপের সদস্যদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। কিন্তু এই ফিচারটি রোলআউট হয়ে গেলে এই ধরনের মেসেজ সকলের দেখার আগেই গ্রুপের অ্যাডমিনরা সেটিকে ডিলিট করে দিতে সক্ষম হবে, ফলে আর কেউ সেই মেসেজটি দেখতে পাবে না। তাই নিঃসন্দেহে বলা যায় যে, গ্রুপে সাবলীল ও সহজ-সরল চ্যাটিংয়ের পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এই ফিচারটি বিশেষভাবে কার্যকর হবে।