হোয়াটসঅ্যাপ আসছে ভ্যাকেশন মোড, কি সুবিধা পাবেন জেনে নিন

গত সেপ্টেম্বরের শুরুতে WABetaInfo জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ‘Vacation Mode’ নামে একটি নতুন ফিচারের ওপর কাজ করছে। এরপর কেটে গেছে বেশ কয়েকটা মাস, কিন্তু অন্যান্য একাধিক…

গত সেপ্টেম্বরের শুরুতে WABetaInfo জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ‘Vacation Mode’ নামে একটি নতুন ফিচারের ওপর কাজ করছে। এরপর কেটে গেছে বেশ কয়েকটা মাস, কিন্তু অন্যান্য একাধিক ফিচার যুক্ত হলেও এই ‘Vacation Mode’ ফিচারটি সম্পর্কে কোনো নতুন তথ্য সামনে আসেনি। তবে আজ WABetaInfo একটি প্রতিবেদনে জানিয়েছে যে, এই শর্ট মেসেজিং প্ল্যাটফর্মটির লেটেস্ট বিটা আপডেটে (ভার্সন ২.২০.২০৬.২) নতুন ফিচার সম্পর্কে বিশদ তথ্য আছে।

কী এই ‘ভ্যাকেশন মোড’:

রিপোর্ট অনুযায়ী, ভ্যাকেশন মোডে “নোটিফিকেশন” নামে একটি ডেডিকেটেড অপশন থাকবে। এই অপশনটির সাহায্যে ইউজাররা তাদের আর্কাইভ চ্যাটগুলিকে মিউট করে রাখতে পারবেন। ফলে, আর্কাইভ রাখা চ্যাটে নতুন মেসেজ এলেও তা স্বয়ংক্রিয়ভাবে মূল চ্যাট স্ক্রিনে ফিরে আসবেনা। এছাড়া, ৬ মাস পুরনো কোনো ইনঅ্যাক্টিভ চ্যাট স্বয়ংক্রিয়ভাবে হাইড বা আর্কাইভ করার একটি নতুন অপশন থাকবে।

WABetaInfo এই ফিচার সংক্রান্ত একটি স্ক্রিনশট পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে ‘Archive’ চ্যাটের ইন্টারফেস আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। ওই রিডিজাইনড ট্যাবে ‘Chats with new messages won’t return to the main chat list’ কথাটিও প্রদর্শিত হচ্ছে।

Whatsapp Vacation Mode

তবে এই ফিচারটি ঠিক কবে থেকে উপলব্ধ হবে সেই বিষয়ে কিছু নিশ্চিত করেনি WABetaInfo। জানিয়ে রাখি, বছর খানেক আগে হোয়াটসঅ্যাপ এই ফিচারটির কথা ঘোষণা করে। তারপর থেকে ফিচারটি নিয়ে কেবল জল্পনা কল্পনা চলছে। তবে এবার যেহেতু লেটেস্ট বিটা আপডেটে এই ফিচারকে আরও ভালোভাবে সামনে আনা হয়েছে, তাতে মনে হয় শীঘ্রই WhatsApp এর স্টেবল ভার্সনেও Vacation Mode চলে আসবে।