নয়া মিডিয়া মেনু থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, WhatsApp-এ জুড়ছে নতুন সুবিধা

WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এ নিত্যনতুন ফিচার যুক্ত হওয়ার ধারায় ফের জুড়তে চলেছে নয়া পরত! হ্যাঁ ঠিকই ধরেছেন, খুব শীঘ্রই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত হতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, WhatsApp এবার নতুন মিডিয়া সেন্ডিং মেনু আনার জন্য কাজ করছে, যা ইউজারদের একসাথে অনেকজনকে মিডিয়া ফাইল সেন্ড করার সময়, রিসিপেন্ট (পড়ুন রিসিভার) বা প্রাপকদের সংখ্যা ইচ্ছামত এডিট করতে দেবে। ইতিমধ্যেই এই নতুন রিসিপেন্ট এডিট মেনুটিকে একটি বিটা আপডেটে দেখা গেছে, তবে বলা হচ্ছে যে এটি এখনও বিকাশাধীন পর্যায়ে রয়েছে। যার ফলে বিটা টেস্টারদের কাছে এর সুবিধা পৌঁছাতে আরো কিছুটা সময় লাগবে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে Meta (মেটা)-র মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ফিনটেক প্ল্যাটফর্ম Novi (নোভি) ডিজিটাল ওয়ালেটের সাথে একটি পাইলট প্রোগ্রাম ঘোষণা করেছে। এই প্রোগ্রামের দরুন ইউজাররা মেসেজিং অ্যাপের মধ্যে থেকেই নির্ঝঞ্ঝাটে টাকা পাঠাতে বা রিসিভ করতে পারবেন।

WhatsApp-এর নতুন মিডিয়া সেন্ডিং মেনুর খুঁটিনাটি

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা আপডেট (ভার্সন ২.২১.২৫.১৯)-এ উক্ত নতুন ফিচারটি দেখা গেছে বলে WABetaInfo জানিয়েছে। এক্ষেত্রে নতুন ফিচারটি মিডিয়া পাঠানোর আগে রিসিপেন্ট এডিটিংয়ের অপশন দেবে – যেমনটা শুরুতে বলেছি। ফিচার ট্র্যাকার WABetaInfo একটি স্ক্রিনশটও শেয়ার করেছে, যাতে দেখা গেছে নতুন মিডিয়া এডিটর মেনুতে বা অন্য কোনো চ্যাটে থাকলে ইউজাররা রিসিপেন্ট হিসেবে আরও বেশি ইন্ডিভিজুয়াল ইউজার এবং গ্রুপ সিলেক্ট করতে পারবেন।

এই প্রসঙ্গে বলে রাখি, ডিসেম্বরের শুরুতে WABetaInfo একটি নতুন মিডিয়া লেআউট আবিষ্কার করেছে; অ্যান্ড্রয়েডের ২.২১.২৫.৬ বিটা আপডেটে এই লেআউটটি পরিলক্ষিত হয়েছে, যা পরে জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। এই লেআউটটিও মিডিয়া ফাইল এবং রিসিপেন্ট সম্পর্কিত, এটি মিডিয়া পাঠানোর সময় ইউজারদের রিসিপেন্ট নির্বাচন করার সুবিধা দেবে। আইওএস ইউজারদের জন্য এই ফিচার কবে চালু করা হবে সে সম্পর্কেও কোনো তথ্য মেলেনি।

WhatsApp-এর নতুন পাইলট প্রোগ্রাম

হোয়াটসঅ্যাপ সম্প্রতি, মেটারই মালিকানাধীন ফিনটেক প্ল্যাটফর্ম নোভি ডিজিটাল ওয়ালেটের সাথে মিলে একটি পাইলট প্রোগ্রাম ঘোষণা করেছে। আপাতত প্রোগ্রামটি মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত সংখ্যক ইউজারের জন্য লাইভ হয়েছে। কার্যকারিতার কথা বললে, ফিচারটি ইউজারদেরদের অ্যাপের মধ্যে ক্রিপ্টোকারেন্সি সহ লেনদেন কারেন্সি লেনদেন করতে দেবে, কোনো চার্জ ছাড়াই।