সুখবর, থার্ড পার্টি অ্যাপ দিয়েও WhatsApp ব্যবহারকারীদের গতিবিধি নজর রাখতে পারবে না কেউ

ইউজাররা যাতে আরও সহজে ও সাবলীলভাবে WhatsApp ব্যবহার করতে পারেন, আর সেইসাথে ইউজারদের ব্যক্তিগত তথ্য যাতে সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত থাকে, তার জন্য সংস্থাটি সর্বদাই…

ইউজাররা যাতে আরও সহজে ও সাবলীলভাবে WhatsApp ব্যবহার করতে পারেন, আর সেইসাথে ইউজারদের ব্যক্তিগত তথ্য যাতে সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত থাকে, তার জন্য সংস্থাটি সর্বদাই নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করে থাকে। এ ব্যাপারে তাদের চেষ্টা ও পরিশ্রমের কোনো বিরাম নেই, আর সেই কারণেই মেসেজিং প্ল্যাটফর্মের জগতে WhatsApp-এর কদর ও জনপ্রিয়তা সবথেকে বেশি। এই প্ল্যাটফর্মের চ্যাট করার পাশাপাশি প্রোফাইল পিকচার, লাস্ট সিন এবং স্ট্যাটাসের মতো প্রাইভেসি সেটিংসগুলিও ইউজারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি তারা কাদের দেখাতে চান বা না চান, এগুলি নির্বাচন করার স্বাধীনতা তাদের কাছে রয়েছে। তাই ইচ্ছামতো WhatsApp-এ কাউকে স্টক করতে চাইলেই কিন্তু তা করা যায় না।

কিন্তু হোয়াটসঅ্যাপের এই আঁটোসাঁটো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কেটে হাজির হয়েছে কিছু থার্ড-পার্টি অ্যাপ, যেগুলির সাহায্য নিয়ে অনায়াসেই ইউজারদের গতিবিধির ওপর নজর রাখতে পারছেন বেশ কিছু সুযোগসন্ধানী ব্যক্তি। এমনিতে Nobody অপশন এনাবেল করা থাকলে আপনার প্রোফাইল পিকচার, লাস্ট সিন এবং স্ট্যাটাস কেউই দেখতে সক্ষম হবে না। কিন্তু এই থার্ড-পার্টি অ্যাপগুলির সাহায্য নিয়ে সেগুলি দেখা সম্ভব। যার ফলে আপনার অজান্তেই আপনাকে স্টক করা সম্ভবপর হচ্ছে। তাই ইউজারদের সুরক্ষিত রাখতে তথা সুযোগসন্ধানীদের বাধা দিতে একটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo-র একটি রিপোর্টে এই খবর প্রকাশ্যে এসেছে। তারা জানিয়েছে, এই মেসেজিং প্ল্যাটফর্মের প্রাইভেসি ফিচারগুলি এখন ইউজারদের সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে সক্ষম। কারণ ইউজাররা ‘Nobidy’ অপশন চয়ন করলে এখন থেকে থার্ড-পার্টি অ্যাপগুলি আর কখন আপনি শেষবার হোয়াটসঅ্যাপ মেসেজ দেখেছেন বা শেষ কখন আপনি অনলাইন ছিলেন, সেগুলি ট্র্যাক করতে পারবে না।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, আপনি আপনার WhatsApp প্রোফাইল পিকচার, লাস্ট সিন এবং স্ট্যাটাস যদি নির্বাচিত কিছু ব্যক্তিদের না দেখাতে চান, তার জন্য নতুন “My contacts except” অপশন নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। জানা গেছে যে, বর্তমানে এই ফিচারটি Android এবং iOS-এ WhatsApp-এর কিছু বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।