প্রতি চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার, WhatsApp এ জুড়লো একাধিক নতুন ফিচার

ফের ইউজারদের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে হাজির হল WhatsApp। বিগত কয়েকমাসে এই শর্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যানিমেটেড স্টিকার, অলওয়েজ মিউট নোটিফিকেশন, ডিসঅ্যাপেয়ারিং মেসেজের মত একাধিক মজাদার ফিচার যুক্ত হয়েছে। তবে এবার WhatsApp-এর স্টেবল ভার্সন ইউজাররা পেতে চলেছেন ওয়ালপেপার কাস্টমাইজেশন (Custom Wallpapers for Chats), স্টিকার সার্চ বাটন (Sticker Search), নতুন ইমোজি ইত্যাদি আরো কিছু ফিচার। জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ইউজাররা ইতিমধ্যেই এই ফিচারগুলি উপভোগ করার সুযোগ পেয়েছেন। আসুন এই ফিচারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কাস্টম ওয়ালপেপার ফর চ্যাট 

হোয়াটসঅ্যাপে আসা এই নতুন ফিচারটি নিঃসন্দেহে বেশ মজাদার। এই ফিচারটির সাহায্যে ইউজাররা প্রতিটি চ্যাটের জন্য আলাদা এবং পছন্দসই ওয়ালপেপার সেট করতে পারবেন। এছাড়া সলিড কালার ওয়ালপেপারগুলিতেও হোয়াটসঅ্যাপের ডিফল্ট চ্যাট ডুডল ব্যবহার করা যাবে। এতে প্রিয়জনের সাথে চ্যাট করা যেমন আকর্ষণীয় হয়ে উঠবে তেমনি ভুল উইন্ডোতে মেসেজ পাঠানোর ব্যাপারটিও কমে যাবে। ইউজাররা এখন থেকে ওয়ালপেপার সেকশনে ব্রাইট, ডার্ক, সলিড কালার এবং মাই ফটো নামের চারটি অপশন দেখতে পাবেন।

স্টিকার সার্চ এবং নতুন অ্যানিমেটেড স্টিকার

চ্যাটের সময় স্টিকার ব্যবহার করা আরো সহজ করে তোলার জন্য একটি ডেডিকেটেড স্টিকার সার্চ বাটন এনেছে WhatsApp। এই বাটনটির সাহায্যে ইউজাররা টেক্সট বা ইমোজি ব্যবহার করে ইচ্ছেমত স্টিকারগুলি বেছে নিতে পারবেন।
এছাড়া ইউজাররা আর কয়েকদিনের মধ্যেই ‘টুগেদার এ হোম’ নামের একটি নতুন অ্যানিমেটেড স্টিকার প্যাক ব্যবহার করতে পারবেন।

নতুন ইমোজি

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে ১০০টিরও বেশি নতুন এবং মজাদার ফিচার যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কিছু নতুন স্মাইলি, নতুন প্রাণী, ফলমূল ও শাকসব্জির ইমোজি এবং কিছু লিঙ্গ নিরপেক্ষ ইমোজি, বাচ্চাকে খাওয়ানোর ইমোজি এবং ‘Pinch finger’ অর্থাৎ আঙুলের চিমটির ইমোজি। এখন থেকে স্টেবল ইউজাররাও এই ইমোজিগুলি ব্যবহার করতে পারবেন।