আড়াই দিন পরেও ডিলিট করা যাবে মেসেজ, Delete For Everyone ফিচারের সুবিধা বাড়ালো WhatsApp

নিজেদের প্ল্যাটফর্মটিকে আকর্ষণীয় ও সুবিধাজনক করে তুলতে Meta (মেটা) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যম WhatsApp (হোয়াটসঅ্যাপ) প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট তো করেই, তবে এর পাশাপাশি তারা বিদ্যমান ফিচারগুলিকেও আরও এনহ্যান্স করার চেষ্টা করে। মূলত পুরনো ফিচারে নতুন আপডেট যোগ করে ইউজাররা আরও বেশি উপকৃত করার চেষ্টা করে সংস্থাটি। ঠিক একই কারণেই WhatsApp এবার তাদের ‘Delete for Everyone’ (ডিলিট ফর এভরিওয়ান) নামক বিদ্যমান ফিচারটির সময়সীমা বেশ খানিকটা বাড়ানোর সিদ্ধান্ত নিল। প্ল্যাটফর্মের নতুন আপডেটের ফলে ইউজাররা তাদের পাঠানো মেসেজ ডিলিট করার ক্ষেত্রে হাতে আরও বেশ কিছুটা সময় পাবেন। তবে ঠিক কতটা বাড়লো সময়সীমা? আসুন জেনে নিই।

মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ান’ করার জন্য পাওয়া যাবে আড়াই দিন পর্যন্ত সময়

এমনিতে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় মাঝেমধ্যেই কোনো ভুল মেসেজ করে ফেলি; তাছাড়া অনেক সময়েই কাউকে মেসেজ করে আমাদের মনে হয় যে সেটি না বলাই ভালো ছিল। সমস্যা যাইহোক না কেন, এইসব ঘটনায় কার্যত ত্রাতার ভূমিকা পালন করে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার। আর সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সম্প্রতি তাদের টুইটার অ্যাকাউন্টে ঘোষণা করেছে যে, কাউকে কোনো মেসেজ সেন্ড করার পরে সেটিকে ডিলিট করার জন্য মেসেজিং অ্যাপটি এখন ইউজারদেরকে ২ দিন ১২ ঘণ্টা সময় দেবে। প্রসঙ্গত বলে রাখি, এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের সময়সীমা ছিল ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। তবে উল্লিখিত আপডেট রোলআউটের সুবাদে এখন মেসেজ ডিলিট করার জন্য ব্যবহারকারীরা ২ দিনেরও বেশি সময় পাবেন। আর এর সুবাদে ইউজাররা যে বেশ উপকৃত হবেন, সেকথা বলাই বাহুল্য।

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি ২০১৭ সালে চালু করেছিল এবং তখন এর সময়সীমা ছিল মাত্র ৭ মিনিট। এর পর থেকেই ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে মেটা মালিকানাধীন অ্যাপটি ফিচারটির সময়সীমা বাড়ানোর জন্য ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলস্বরূপ ২০১৮ সালে এই সময়সীমা বাড়িয়ে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড করা হয়, আর এবার তা আরও খানিকটা বেড়ে হল ২ দিন ১২ ঘণ্টা (অর্থাৎ আড়াই দিন)। সেক্ষেত্রে ভবিষ্যতে ইউজারদের ভুল শোধরানোর জন্য সংস্থাটি আরও বেশি সময় দেবে কি না, তা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপের আগামী আপডেটগুলির দিকে তাকিয়ে থাকতে হবে।

উল্টোপথে হাঁটছে Apple-এর iMessage

তবে একটা মজার ব্যাপার হল, ভুলবশত সেন্ড করা কোনো মেসেজ মুছে ফেলার জন্য WhatsApp যখন ক্রমাগত ব্যবহারকারীদের আরও বেশি করে সময় দিচ্ছে, তখন Apple (অ্যাপল)-এর iMessage (আইমেসেজ) কিন্তু সম্পূর্ণভাবে এর উল্টোপথে হাঁটছে। কারণ iMessage এখন এই সময়সীমা ১৫ মিনিট থেকে কমিয়ে মাত্র ২ মিনিটে নিয়ে এসেছে। মানে Meta মালিকানাধীন কোম্পানিটির মেসেজ ডিলিটের সুবিশাল সময়সীমার কাছে iMessage-এর ২ মিনিট নেহাতই নগণ্য। ফলে উভয় প্ল্যাটফর্মে এই ফিচারটির এতটা পার্থক্যকে কেন্দ্র করে ইউজাররা দু-ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ কেউ WhatsApp-এর সময়সীমা বাড়ায় খুব খুশি, আবার একপক্ষ বলছেন ব্যবহারকারীরা এই বর্ধিত সময়সীমার অপব্যবহার করতে পারে। অন্যদিকে, iMessage-এর এই অল্প সময় মনঃক্ষুণ্ণ করেছে বহু ইউজারকে।