রেস্তোরাঁ থেকে জামাকাপড়ের দোকান, সবকিছুরই খোঁজ দেবে WhatsApp; আসছে নতুন ফিচার

দিনভর নানা জিনিস কেনাকাটা আর সারাদিন বাইরে হরেক রকমের খাওয়াদাওয়া করে একটা জমজমাট দিন কাটাতে কার না ভালোলাগে! আর বিশেষ করে বছরশেষের এই সময়টাকে দারুণভাবে উদযাপন করতে সাধারণ মানুষের কাছে সবচেয়ে সহজ উপায় তো এটাই। তবে এর জন্য মূল যেটা দরকার সেটা হল, কাছাকাছি রেস্তোরাঁ এবং জামাকাপড় বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দোকানের সন্ধান করা। যদিও সেটা করা খুব একটা মুশকিল নয়, কেননা এখন Google-এ সার্চ করে বা Google Play Store-এ উপলব্ধ একাধিক অ্যাপের মাধ্যমে এই জিনিসগুলির সন্ধান খুব সহজেই পাওয়া যায়।

কিন্তু এর ফলে সমস্যাটা যেটা হয় সেটা হল, একগাদা অ্যাপ রাখার ফলে স্মার্টফোনের প্রচুর জায়গা দখল হয়ে যায় এবং ফোনটিও ধীরে ধীরে স্লো হয়ে যায়। আচ্ছা ভাবুন তো, যদি কোনো একটা অ্যাপেই এই সবকিছুর সন্ধান একসাথে পাওয়া যেত, তাহলে কী ভালোই না হত! হ্যাঁ, খুব শীঘ্রই এই সুদিন আসতে চলেছে এবং তা নিয়ে আসছে আমাদের অত্যন্ত পছন্দের এবং বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় Facebook (এখন Meta) মালিকানাধীন ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে যে, ব্যবহারকারীরা শীঘ্রই হোয়াটসঅ্যাপে একাধিক কার্যকর পরিষেবা পেতে সক্ষম হবেন, যার ফলে গ্রাহকদের আর একাধিক অ্যাপ ব্যবহার করতে হবে না। সংস্থাটি Android এবং iOS উভয়ের জন্যই বিজনেস ডিরেক্টরি (business directory) নামক একটি নতুন ফিচার তৈরি করার ওপর কাজ করছে, যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের নিকটবর্তী বিজনেসস্টোরগুলি খোঁজ (Nearby Businesses) পেতে পারবেন। পাশাপাশি সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কীভাবে যোগাযোগ করতে হবে সে সম্পর্কে যাবতীয় ডিটেলসও পেতে সক্ষম হবেন।

এই নতুন ফিচারের সাহায্যে WhatsApp ব্যবহারকারীরা এখন নিকটবর্তী গ্রোসারি, জামাকাপড়ের দোকান, রেস্তোঁরা এবং আরও নানা জায়গার সন্ধান এক নিমেষেই পেয়ে যাবেন। যদিও এইসব জায়গা থেকে কোনো জিনিস WhatsApp-এর মাধ্যমে অগ্রিম বুক করা যাবে কি না সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আপাতত ফিচারটি কিছু সংখ্যক বিটা ভার্সন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হয়ছে।

এদিকে WABetaInfo আরও জানিয়েছে যে, WhatsApp তাদের কন্টাক্ট ইনফো পেজ (Contact Info Page) রি-ডিজাইন করছে। তারা একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। যা দেখে মনে হচ্ছে, এবার থেকে কন্টাক্ট ইনফো পেজ দেখতে অনেকটা বিজনেজ ইনফো পেজের মতো হবে।