আরও রঙিন হচ্ছে WhatsApp, বদল আসছে ইউজার ইন্টারফেসেও

ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করে আরো একবার নিজেদের নতুন ভাবে মেলে ধরতে আগ্রহী হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি তার ব্যবহারিক উপযোগিতার কারণে ব্যাপক জনপ্রিয় হলেও কখনোই তারা নিজেদের ডিজাইন নিয়ে বিশেষ পরীক্ষা-নিরীক্ষা চালায়নি। তাই ফিচারে একাধিক পরিবর্তন এলেও সাজসজ্জার দিক থেকে হোয়াটসঅ্যাপ তার পুরোনো রূপেই রয়ে গিয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে সবই যখন বদলে যায়, তখন হোয়াটসঅ্যাপের ডিজাইনও নিশ্চয় চিরকাল একইরকম থাকতে পারেনা। সুতরাং, বদল চাই! WaBetaInfo -এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খুব শীঘ্রই এই বদল আসতে চলেছে। এর ফলে হোয়াটসঅ্যাপের ইউজার ইন্টারফেসে (UI) দেখা যাবে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন। পাল্টে যাবে হোয়াটসঅ্যাপের ডিজাইন। তাছাড়া নতুন কালার স্কীমের প্রভাবে অ্যাপ্লিকেশনে রঙের ব্যবহারেও আসবে বৈচিত্র। আসুন হোয়াটসঅ্যাপের এই নতুন অবতার সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নিই।

প্রথমেই জানিয়ে রাখি, আসন্ন কিছুদিনের মধ্যেই যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের (Whatsapp) পরিবর্তিত রূপ চাক্ষুস করার সুযোগ পাবেন – এই প্রসঙ্গে WaBetaInfo নিশ্চয়তা প্রদান করেছে। তবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে উপলব্ধ হলেও, আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের পরিবর্তিত সংস্করণ ঠিক কবে সামনে আসবে, সেই বিষয়ে কোন নির্ভরযোগ্য সংবাদ এখনো পাওয়া যায়নি।

ইউজার ইন্টারফেসে বদল আসার ফলে হোয়াটসঅ্যাপে যে নয়া বৈচিত্রগুলি যুক্ত হবে, তার মধ্যে অ্যাপের ‘chat list’ বিভাগের কথাই সর্বাগ্রে বলতে হয়। অ্যাপ্লিকেশন ওপেন করলে ব্যবহারকারীরা প্রথমেই তাদের চ্যাট লিস্টের দেখা পান। এক্ষেত্রে আমরা জানি যে দুটি আলাদা আলাদা চ্যাট সেলের মাঝখানে বিভাজনকারী একটি সূক্ষ্ম রেখা বর্তমান থাকে। নতুন পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপের এই লাইন সেপারেটর বা বিভাজনকারী রেখাগুলি অদৃশ্য হতে পারে। খুব বড় রূপান্তর না হলেও এটি আমাদের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরো স্বচ্ছ, আরো মসৃণ করবে বলে আশা করা যায়। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে এই ক্ষুদ্র পরিবর্তনটি সাধিত হয়েছে, যা অনেকেই প্রত্যক্ষ করেছেন।

অপরপক্ষে নতুন কালার স্কীমের প্রয়োগে হোয়াটসঅ্যাপে বর্ণ ব্যবহারের ক্ষেত্রে একাধিক বদল দেখা যেতে পারে। আমরা জানি, বর্তমান ডার্ক মোডে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন শেড এবং অন্যান্য উপাদানগুলি মূলত সবুজ রঙের বিকল্পেই ধরা দেয়। পরিবর্তনের পর গাঢ় সবুজের বদলে নীল রঙের ব্যবহার দেখা যাবে। ব্যবহারকারীরা dark mode -এর বদলে ‘light mode’ -এর বিকল্প চয়ন করে উপরোক্ত রঙের পরিবর্তন কার্যকর করতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যাজ, লোগো, ‘Mark as Read’ এবং ‘Reply’ বাটনগুলিও পরিবর্তিত নীল রংয়ের সঙ্গে আসবে। তবে আলাদা আলাদা অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীদের ক্ষেত্রে কালার স্কীমের পরিবর্তন আলাদা আলাদা রূপে ধরা দিতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন