সুখবর! অ্যাপ নিয়ে কোন যাবতীয় সমস্যা জানানো যাবে WhatsApp, আসছে নয়া ফিচার

WhatsApp (হোয়াটসঅ্যাপ) তাদের বিটা ভার্সনে নতুন নতুন ফিচার টেস্ট করে। সেই মতোই এখন মেসেজিং অ্যাপটিকে সম্প্রতি ইন-অ্যাপ চ্যাট সাপোর্ট নামক একটি ফিচার পরীক্ষা করতে দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, WhatsApp এখন ইউজারদের সংস্থার সাথে চ্যাটের মধ্যমে যোগাযোগ করা বা ইউজার সাপোর্টের ক্ষমতা নিয়ে কাজ করছে। এরইমধ্যে আইওএস এবং অ্যান্ড্রয়েডের বিটা ইউজাররা এই ইন-অ্যাপ চ্যাট সাপোর্ট ফিচারটি খুঁজে পেয়েছেন। উল্লেখ্য, WhatsApp এর আগেও অনুরূপ একটি বৈশিষ্ট্য পরীক্ষা করেছিল, কিন্তু স্টেবল রোলআউটের আগে সেটি বাতিল করা হয়।

শীঘ্রই আসছে WhatsApp-এর ইন-অ্যাপ চ্যাট সাপোর্ট

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার Wabetainfo-র মতে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ (ভার্সন ২.২২.৩.৫) এবং আইওএস বিটা সংস্করণে (ভার্সন ২২.২.৭২) উক্ত ইন-অ্যাপ চ্যাট সমর্থন বৈশিষ্ট্যটি দেখা গেছে। এখন অ্যাপ্লিকেশনের বিটা সংস্করণে সেটিংস> হেল্প> কন্ট্যাক্ট আস অপশনে একটি নতুন মেসেজ প্রদর্শিত হবে, যেখানে ইউজারদের সাথে পরে যোগাযোগ করার কথা বলা হবে।

সেক্ষেত্রে পরে ব্যবহারকারীরা মেসেজিং অ্যাপের ভেরিফায়েড অ্যাকাউন্ট (সবুজ টিকযুক্ত) থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাবেন। আর যখন আপনি হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন তখন সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে কী ভুল আছে সেই তথ্য যেমন আপনার ফোন নম্বর, নেটওয়ার্ক তথ্য (4G, 3G, LTE, 5G, Wi-Fi) ইত্যাদি শেয়ার করা হবে। যদিও ফিচারটি আগামী দিনে সবার জন্য চালু হবে কিনা তা এই মুহূর্তে স্পষ্ট নয়।

WhatsApp-এ আসছে আরো অনেক ফিচার

এই প্রসঙ্গে বলে রাখি, হোয়াটসঅ্যাপ বর্তমানে নতুন অঙ্কন টুলের ওপর কাজ করছে, যাতে ছবি এবং ভিডিও আঁকার জন্য নতুন পেন্সিল এবং টুল থাকবে। এর মানে হল হোয়াটসঅ্যাপ বর্তমানে উপলব্ধ পেন্সিলটির বদলে বা সাথে এটি নতুন পেন্সিল অপশন যোগ করবে, যা মিডিয়া ফাইল এডিট বা মজাদার করে তোলার কাজে ব্যবহার করা যাবে।