ফের জব্বর ফিচার আনছে WhatsApp, ইন্টারনেট ছাড়াই ‘কাছের মানুষকে’ পাঠানো যাবে বড় ফাইল

শেয়ার করা যাবে বড় ফাইল, তাও আবার ইন্টারনেট সংযোগ ছাড়াই – শীঘ্রই হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার।

Whatsapp To Bring People Nearby Feature Soon That Help Users To Share Big Files Without Internet

শুধু মেসেজিং বা কলিংয়ের বিকল্পই নয়, বিশ্বের বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ফাইল শেয়ারিং ফিচারও ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয় এবং উপযোগী! আর এবার এই ফিচারের সুবিধা তথা পরিসর বাড়তে চলেছে। আসলে হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই আরও একটি দরকারী ফিচার লক্ষ লক্ষ ইউজারকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি এখন আলাদা একটি ‘ফাইল শেয়ারিং ফিচার’ নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই কাছের (পড়ুন নিকটবর্তী) মানুষের সঙ্গে বড় ফাইল শেয়ার করতে পারবেন। ব্যাপারটা কী? আসুন বিশদে জেনে নিই।

হোয়াটসঅ্যাপ আনছে ‘পিপল নিয়ারবাই’ ফিচার, কাজ করবে ইন্টারনেট ছাড়াই

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ওয়েবসাইট ডব্লিউএ-বিটা-ইনফো, তাদের নতুন আপডেটে জানিয়েছে যে, বর্তমানে প্ল্যাটফর্মের আইওএস অ্যাপের জন্য (ভার্সন ২৪.১৫.১০.৭০) টেস্টফ্লাইট প্রোগ্রামের মাধ্যমে ‘পিপল নিয়ারবাই’ ফিচার তৈরি করা হচ্ছে, যা ইউজারদের আশেপাশে থাকা অন্যান্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সাথে প্রয়োজনমতো ফাইল শেয়ার করতে দেবে – তাও আবার ইন্টারনেট ছাড়াই। অর্থাৎ, আইওএস অ্যাপের ভবিষ্যত আপডেটে একটি বড় ফিচার আসতে চলেছে। তবে, এই ‘পিপল নিয়ারবাই’ ফিচারের ধারণা বা কনসেপ্ট একেবারে নতুন নয়, এর আগে ২০২৪ সালের এপ্রিলে অ্যান্ড্রয়েডেও এই একই ফিচার নিয়ে কাজ করতে দেখা গিয়েছিল সংস্থাকে।

হোয়াটসঅ্যাপের নয়া ফিচারের মাধ্যমে কী শেয়ার করা যাবে?

হোয়াটসঅ্যাপের আসন্ন ‘পিপল নিয়ারবাই’ ফিচারের সাহায্যে ইউজাররা সহজেই ইন্টারনেট কানেকশন ছাড়াই কোনো ডিভাইসে ফটো, ভিডিও, ডকুমেন্ট এবং আরও অন্যান্য ফাইল পাঠাতে বা রিসিভ করতে সক্ষম হবেন। ফিচারটির স্ক্রিনগ্র্যাব অনুযায়ী, আইওএস মেকানিজমে ফাইল শেয়ার করতে কিউআর কোড স্ক্যানের সাহায্য নিতে পারে। এক্ষেত্রে একজন এক্স ইউজারের প্রশ্নের ভিত্তিতে ডব্লিউএ-বিটা-ইনফো জানিয়েছে যে, এটি অ্যাপল এয়ারড্রপ বা গুগলের কুইক শেয়ার ফিচারকে হয়তো রিপ্লেস করতে পারে।

ফিচারটি নিয়ে বর্তমানে কাজ চলছে

আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি এলে এটি দুর্বল ইন্টারনেট কভারেজ বিশিষ্ট এলাকায় বসবাসকারী ইউজারদের কাজে আসবে। তাছাড়া এই ফিচার প্রতিদিনের মোবাইল ডেটা সংরক্ষণ করতেও সহায়তা করতে পারে। রিপোর্ট অনুযায়ী, ‘পিপল নিয়ারবাই’, অ্যান্ড্রয়েড থেকে আইওএস পর্যন্ত সব প্ল্যাটফর্মে সাপোর্ট করা যাবে এবং এতেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সিকিউরিটি থাকবে। তবে বর্তমানে ফিচারটি এখনও পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে, ঠিক কবে নাগাদ এটি ব্যবহারের জন্য উপলব্ধ হবে, সেই বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য জানা যায়নি।