চ্যাট লিস্টে দেখা যাবে স্ট্যাটাস আপডেট, গ্রুপে করা যাবে ভোটিং! WhatsApp আনছে আরো নতুন ফিচার

ইউজারদের ব্যবহারিক এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) আবারও নতুন ফিচারের ওপর কাজ করছে বলে জানা গিয়েছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এবার চ্যাট লিস্টেই সরাসরি দেখা যাবে স্ট্যাটাস আপডেট। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত তাদের পরিচিতদের স্ট্যাটাস দেখতে সক্ষম হবেন। উপরন্তু, হোয়াটসঅ্যাপ এখন ডেস্কটপে গ্রুপ পোল (WhatsApp Group Poll) ফিচার টেস্ট করছে। এর ফলে গ্রুপ মেম্বাররা কোনো একটি নির্দিষ্ট অপশনে ভোট দিতে এবং মোট কত ভোট পড়ল, তা অতি সহজেই জানতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, মেটা (Meta) মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি বর্তমানে এমন একটি ফিচার টেস্ট করছে যার সুবাদে ব্যবহারকারীরা যখন তাদের চ্যাট লিস্টে বা অ্যাপের মধ্যে কোনো কন্ট্যাক্টসের জন্য সার্চ করবেন, তখন তাদের স্ট্যাটাস আপডেট সেই লিস্টেই দেখতে পাবেন। অর্থাৎ সোজা কথায় বললে, কারোর স্ট্যাটাস দেখার জন্য ব্যবহারকারীদের আর অন্য কোথাও যেতে হবে না, সেটি তারা অনায়াসে চ্যাট লিস্টেই দেখতে (ফেসবুক, ইনস্টাগ্রামের মত) পেয়ে যাবেন। জানা গিয়েছে যে, ইউজাররা কোনো কন্ট্যাক্টসের প্রোফাইল পিকচারে ট্যাপ করলে তাদের স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন।

কীভাবে চ্যাট লিস্টে স্ট্যাটাস দেখা যাবে, তা দর্শিয়ে WABetaInfo ইতিমধ্যে একটি স্ক্রিনশট শেয়ার করেছে। আগামী দিনে হোয়াটসঅ্যাপ ডেক্সটপের বিটা ভার্সনে এই ফিচারটি প্রথমে আসতে চলেছে। তবে তারপরে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্যেও এই ফিচারটিকে আনা হবে বলে ধরে নেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, ইনস্টাগ্রাম স্টোরিজের দেখাদেখি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মেটা মালিকানাধীন অ্যাপটি স্ট্যাটাস ফিচারটিকে নিয়ে আসে। হোয়াটসঅ্যাপ ওপেন করলে ওপরের দিকে একটি ডেডিকেটেড স্ট্যাটাস ট্যাব দেখা যায়, যেটির মাধ্যমে ইউজাররা এই ফিচারটিকে অ্যাক্সেস করতে পারেন। ইতিমধ্যেই এই ফিচারটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছে, আর হোয়াটসঅ্যাপের এই সাম্প্রতিক আপডেটের সুবাদে ভবিষ্যতে এটির লোকপ্রিয়তা যে আরও বহুল পরিমাণে বাড়বে, সেকথা বলাই বাহুল্য।

এর পাশাপাশি WABetaInfo জানিয়েছে যে, সংস্থাটি এখন গ্রুপ পোল ফিচার পরীক্ষা করছে। সংস্থাটি তার নতুন ডেস্কটপ বিটা (ভার্সন ২.২২১৬.২) রিলিজ করেছে, এবং সেখানে এই ফিচারটির দেখা মিলেছে। এই ফিচারের সহায়তায় গ্রুপ মেম্বাররা তাদের পছন্দানুযায়ী অপশনে ভোট দিতে এবং একটি পোলে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা দেখতে সক্ষম হবেন। তবে এতে কোনো একটি নির্দিষ্ট বিকল্পের জন্য কে ভোট দিয়েছে, তা কিন্তু দেখা যাবে না। উল্লেখ্য, গত মার্চে WhatsApp-কে আইওএস প্ল্যাটফর্মে এই ফিচারটি টেস্ট করতে দেখা গেছে। তবে কবে নাগাদ এই ফিচারটির স্টেবল রোলআউট হবে, সে সম্পর্কে সংস্থার তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।