WhatsApp: একবার দেখার পরই অদৃশ্য হবে ফটো বা ভিডিও, ভিউ ওয়ান্স ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

বিগত কয়েক মাস ধরে বহু জল্পনাকল্পনার পর অবশেষে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অফিসিয়ালি রোলআউট করল তাদের বহুল প্রতীক্ষিত ভিউ ওয়ান্স (View Once) ফিচার। ভিউ ওয়ান্স ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপে মিডিয়া শেয়ারিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষেত্রে, ইউজাররা যদি কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠান তাহলে রিসিভার বা প্রাপক একবার দেখার পরেই সেটি চ্যাট থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয়বার সেটিকে আর দেখা যাবে না। WhatsApp জানিয়েছে যে, ব্যবহারকারীদের গোপনীয়তার দিকেও বিশেষভাবে নজর রাখবে ভিউ ওয়ান্স ফিচার। আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপ কর্তৃক ঘোষিত হওয়ার আগে একাধিকবার WhatsApp-এর বিটা ভার্সনে এই প্রাইভেসি-ফ্রেন্ডলি ফিচারটিকে দেখা গিয়েছিল।

WhatsApp এর View Once ফিচার কী

ভিউ ওয়ান্স ফিচারের সুবিধাজনক দিকটি হল, উক্ত ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠালে গ্রহীতা মেসেজটি দেখার পরে সেটি নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। ফলে মিডিয়া ফাইলটি অহেতুক ডিভাইসের স্টোরেজ দখল করে থাকবে না। এর পাশাপাশি, যেহেতু মেসেজগুলি গ্যালারিতে সেভ থাকবে না, নিজে থেকেই ডিলিট হয়ে যাবে, তাই এই ফিচার ব্যবহার করে কোনো পার্সোনাল মেসেজ পাঠানো খুবই নিরাপদ। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার বাড়ির ওয়াইফাই বা অফিসের ওয়াইফাই-এর পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি তৎক্ষণাৎ সেটি কাউকে ভিউ ওয়ান্স মিডিয়া হিসেবে পাঠানোর কথা বলতে পারেন। কারণ সেক্ষেত্রে পাসওয়ার্ড বা এটিএম পিনের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলি ফোনের গ্যালারিতে স্টোর হয়ে থাকবে না, ফলে কোনো কারণে আপনার ফোন হ্যাক হয়ে গেলেও আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই।

WhatsApp আরও বলেছে যে, সমস্ত ভিউ ওয়ান্স মিডিয়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত, এমনকি হোয়াটসঅ্যাপও কোনো ইউজারের পার্সোনাল মেসেজ দেখতে পাবে না। সেগুলি “one-time” আইকন দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত করা থাকবে। আপনি মিডিয়া ওপেন করলেই, মেসেজটি “opened” হিসেবে প্রদর্শিত হবে, যাতে প্রাপক এবং প্রেরক উভয়ই জানতে পারেন যে চ্যাটে কী ঘটছে। WhatsApp জানিয়েছে যে, এই সপ্তাহ থেকে বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি রোলআউট করা হবে।

এছাড়াও, ভিউ ওয়ান্স ফিচারের আরও একটি সুবিধা রয়েছে। এর ফলে আনসিন (Unseen) বা অদেখা অবস্থায় থাকা কোনো মিডিয়া ফাইল ১৪ দিন পর্যন্ত আমাদের চ্যাটবক্স থেকে উধাও হবে না। অর্থাৎ মেসেজটি ওপেন না করলে তা আমাদের ব্যক্তিগত চ্যাটে মজুত থাকবে। অবশ্য ১৪ দিন পর অদেখা মেসেজ বা মিডিয়া ফাইলটি আপনাআপনি আমাদের ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে। সুতরাং, কারোর পাঠানো মেসেজ সেই মুহূর্তে দেখতে ভুলে গেলে সেগুলি দেখার জন্য নতুন ফিচার আমাদের ১৪ দিন সময় দেবে। এই ফিচার মারফত কাউকে কোনো ফটো বা ভিডিও পাঠাতে চাইলে আপনাকে প্রতিবার ভিউ ওয়ান্স মিডিয়া সিলেক্ট করতে হবে।

তবে এক্ষেত্রে আপনাদের একটা কথা জানিয়ে রাখি। ভিউ ওয়ান্স ফিচারের সাহায্যে প্রাপক কোনো ফটো একবার দেখার পর সেটি অদৃশ্য হয়ে গিয়ে দ্বিতীয়বারের জন্য দেখার সুযোগ না থাকলেও, স্ক্রিন অন থাকা বা ছবিটি বন্ধ না হওয়া অবধি এটি বিদ্যমান হবে এবং প্রাপক চাইলে স্ক্রিনশট নিতে পারবেন, পাশাপাশি অন্য ক্যামেরার সাহায্যে করা যাবে রেকর্ডও। কিন্তু সেন্ডার, স্ক্রিনশট ক্যাপচার বা রেকর্ডের বিষয়টি সম্পর্কে অবহিত হবেন না। তাই সর্বদা কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছেই ভিউ ওয়ান্স মিডিয়া সেন্ড করা উচিত। এনক্রিপ্ট করা মিডিয়াটি আপনি পাঠানোর পরে হোয়াটসঅ্যাপের সার্ভারগুলিতে কয়েক সপ্তাহের জন্য স্টোর করা যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন