বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp web? কোম্পানি যা জানালো…

WhatsApp-এর বহুপ্রতীক্ষিত ফিচারগুলির মধ্যে অন্যতম একটি হল মাল্টি-ডিভাইস সাপোর্ট, যা এই বছর সকল ইউজারদের জন্য রোলআউট হতে পারে বলে আশা করা হচ্ছে। Facebook-এর মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বেশ কিছুমাস ধরে এই ফিচারটি পরীক্ষানিরীক্ষা করেছে, এবং সম্প্রতি সংস্থাটি কিছু বিটা ইউজারকে এই ফিচারটি টেস্ট করার অনুমতি দিয়েছে। এদিকে আমরা জানি এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরদের তাদের স্মার্টফোনের মাধ্যমে আসা মেসেজগুলি কোনো ব্রাউজারে দেখতে QR code স্ক্যান করে WhatsApp web-এ লগ-ইন করতে হয়। তবে এক্ষেত্রে ইউজাররা প্রায়শই একটি বড়ো সমস্যার সম্মুখীন হন। যে মুহূর্তে ইউজারের ফোনের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয় বা ব্যাটারি শেষ হয়ে যায় সেই মুহূর্তে WhatsApp web থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি Windows এবং macOS-এর হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।

WhatsApp-এ সম্প্রতি চালু হওয়া মাল্টি-ডিভাইস বিটা টেস্টিং প্রাইমারি ডিভাইসে ইন্টারনেট অ্যাক্সেস না থাকলেও ব্যবহারকারীদের প্রাইমারি ডিভাইস (স্মার্টফোন) এবং আরও তিনটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অনুমতি দেয়। ফলে সেক্ষেত্রে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে এখন প্রশ্ন হল, মাল্টি-ডিভাইস সাপোর্ট চালু হওয়ার পর WhatsApp web-এর কী হবে?

এর উত্তরে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র TechRadar-কে জানিয়েছেন, “WhatsApp web আমাদের ব্যবহারকারীদের জন্য সর্বদা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপ কোনো এক সময়ে কেবল একটি ডিভাইসে ব্যবহারের জন্য উপলব্ধ। ডেস্কটপ এবং ওয়েব সাপোর্ট শুধুমাত্র আপনার ফোনের প্রতিচ্ছবি হিসেবে কাজ করেছে। তাই এই বিকল্পকে বন্ধ করার কোনো পরিকল্পনা কোম্পানির নেই।”

প্রসঙ্গত WhatsApp ব্যবহারকারীদের অবশ্যই মনে রাখতে হবে যে, মাল্টি-ডিভাইস সাপোর্ট চালু হলে তারা আরও তিরটি ডিভাইস অ্যাড করতে সক্ষম হবে – তবে সেগুলি হল WhatsApp Web, WhatsApp Desktop বা Facebook Portal। জনপ্রিয় ফিচার লিকার ওয়েবসাইট WABetaInfo অনুসারে, সংস্থাটি পরবর্তী পর্যায়ে অতিরিক্ত ডিভাইস (যেমন স্মার্টফোন বা ট্যাবলেট) অ্যাড করার সুযোগ দিতে পারে, যার ইঙ্গিত অ্যাপটির একটি অপ্রকাশিত ভার্সনে ‘লগ আউট’ ফাংশনে কিছুদিন আগে পাওয়া গিয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন