WhatsApp Web ব্যবহারকারীদের জন্য সুখবর! আসছে ফটো এডিটিং টুল

স্মার্টফোনের পাশাপাশি ব্যক্তিগত কম্পিউটার ও ল্যাপটপেও যে হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহার করা সম্ভব সেটা আমরা অনেকেই জানি। কিন্তু হোয়াটসঅ্যাপের মোবাইল ও ওয়েব সংস্করণের মধ্যে কিছু বিশেষ ফিচারগত পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের ওয়েব (WhatsApp Web) সংস্করণ ব্যবহার করে কোন ছবি পাঠানোর আগে সেটি এডিট করা অসম্ভব ছিলো। যদিও খুব তাড়াতাড়ি অবস্থার পরিবর্তন ঘটতে চলেছে। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশনের ওয়েব সংস্করণে ফটো এডিটিং টুলের সংযুক্তি এই মুহূর্তে অনেকটাই নিশ্চিত। এর ফলে ওয়েব সংস্করণের সদস্যেরা একে অপরকে ছবি পাঠানোর সময় সেটি ক্রপ ও এডিট করতে পারবেন। পাশাপাশি ছবিতে মনপসন্দ টেক্সট, ইমোজি, স্টিকার সেঁটে দিয়ে তারা মেসেজিংয়ের মজাকে দ্বিগুণ করে তুলতে সক্ষম হবেন।

WhatsApp Web পাচ্ছে ফটো এডিটিং টুল

এর আগে হোয়াটসঅ্যাপ ওয়েব-এর বিটা সংস্করণে ছবি এডিটের ফিচারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখা হয়। ফলে ইতিমধ্যেই অ্যাপ্লিকেশনের মোবাইল ভার্সনে উপলব্ধ আলোচ্য ফিচার ঠিক কবে থেকে ওয়েব সংস্করণে ব্যবহার করা সম্ভব হবে তা নিয়ে অনেকের মধ্যেই নানা জিজ্ঞাসা-জল্পনা দানা বেঁধে ওঠে। তবে এখন হোয়াটসঅ্যাপের ফিচার নির্দেশক ওয়েবসাইট WABetainfo-এর কথায় বিশ্বাস করলে বলতে হয় যে, এক্ষেত্রে উৎসাহীদের অপেক্ষার পালা এবার শেষ, কারণ অ্যাপের নতুন আপডেট ছবি এডিটের ফিচার সহ এসেছে। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে নতুন আপডেট রোল-আউট শুরু করেছে।

অবগতির জন্য জানিয়ে রাখি যে ওয়েব সংস্করণে নতুন ফটো এডিটিং টুল ব্যবহারের জন্য কারো বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। অত্যন্ত সহজেই ফিচারটি ব্যবহার করা যাবে। বিশেষত অ্যাপ্লিকেশনের মোবাইল সংস্করণে ফটো এডিট পদ্ধতির সাথে পরিচিত মানুষদের জন্য ব্যাপারটা জলভাতের মতোই সাধারণ ও নির্ঝঞ্ঝাট হবে।

WhatsApp Web সংস্করণে ছবি এডিট করার জন্য যা করতে হবে

হোয়াটসঅ্যাপ ওয়েবে সেন্ড করার জন্য নির্দিষ্ট ছবি বেছে নেওয়ার পর স্ক্রিনের উপরের অংশে ক্লিক করে তা ক্রপ এবং এডিট করা যাবে। এক্ষেত্রে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী টেক্সট ও ইমোজি ছাড়াও, ছবিতে নানা ধরনের স্টিকার জুড়তে পারবেন। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের মোবাইল সংস্করণে স্টিকার যুক্ত করার ফিচারটি উপলব্ধ নয়। কেবলমাত্র ওয়েব সংস্করণ ব্যবহারকারীরাই এই সুযোগ পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন