WhatsApp End Support for Android Phones

খারাপ খবর: 24 অক্টোবর থেকে আর এই ফোনগুলিতে চলবে না WhatsApp, কী করণীয় জেনে নিন

অ্যান্ড্রয়েড ডিভাইস এবং আইফোন ব্যবহারকারীদের জন্য আছে একটি খারাপ খবর! আগামী ২৪শে অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড ৪.১ বা তারও বেশি পুরানো ওএস ভার্সন চালিত স্মার্টফোন এবং ট্যাবলেটে আর সাপোর্ট করবে না WhatsApp। এমনকি বেশ কয়েকটি পুরানো আইফোন মডেলকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এই সমস্ত ডিভাইসে WhatsApp চালাতে চাইলে নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে। জানিয়ে রাখি, নিরাপত্তাজনিত সমস্যার কারণে মেটা-মালিকাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি সময়ে সময়ে পুরানো ডিভাইসগুলিতে অ্যাপ সাপোর্ট বন্ধ করে দেয়। এবারও এই একই পদ্ধতির অবলম্বন করা হচ্ছে!

২৫টি অ্যান্ড্রয়েড ডিভাইস ও আইফোনে চলবে না WhatsApp

এই সম্পর্কে হোয়াটসঅ্যাপ তাদের একটি সাম্প্রতিক FAQ নোটে জানিয়েছে – “কোন ডিভাইস বা ওএস -এর জন্য সাপোর্ট বন্ধ করা হবে তা নির্ধারণ করতে আমরা প্রতি বছর অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলির মতো, কোন ডিভাইস ও সফ্টওয়্যারগুলি সবচেয়ে পুরানো এবং সেগুলির ব্যবহারকারীর সংখ্যা কতটা কম তা যাচাই করে দেখি। যার পরই, এইধরণের ডিভাইসগুলির একটি তালিকা তৈরী করা হয়।”

যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট এবং আইফোন মডেলগুলি আগামী ২৪শে অক্টোবর থেকে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবে না তার তালিকা নিচে দেওয়া হল –

১. Samsung Galaxy S2
২. Nexus 7
৩. iPhone 5
৪. iPhone 5c
৫. Archos 53 Platinum
৬. Grand S Flex ZTE
৭. Grand X Quad V987 ZTE
৮. HTC Desire 500
৯. Huawei Ascend D
১০. Huawei Ascend D1
১১. HTC One
১২. Sony Xperia Z
১৩. LG Optimus G Pro
১৪. Samsung Galaxy Nexus
১৫. HTC Sensation
১৬. Motorola Droid Razer
১৭. Sony Xperia S2
১৮. Motorola Zoom
১৯. Samsung Galaxy Tab 10.1
২০. Asus EE Pad Transformer
২১. Acer Iconia Tab A5003
২২. Samsung Galaxy S
২৩. HTC Desire HD
২৪. LG Optimus 2X
২৫. Sony Ericsson Xperia Arc3

অ্যাপ সাপোর্ট বন্ধ করার আগে রিমাইন্ডার পাঠাচ্ছে WhatsApp

হোয়াটসঅ্যাপ, উপরে উল্লেখিত ডিভাইসগুলির জন্য স্থায়ীভাবে অ্যাপ সাপোর্ট বন্ধ করার আগে ব্যবহারকারীদের রিমাইন্ডার পাঠাচ্ছে। যাতে তারা নিজেদের ডিভাইসের ওএস ভার্সন আপগ্রেড করাতে পারেন, অথবা নতুন ফোন কিনতে পারেন। কেননা আগামী ২৪শে অক্টোবর অ্যাপ সাপোর্ট বন্ধ হওয়ার পর, উক্ত মেসেজিং প্ল্যাটফর্মের ডেভেলপাররা ডিভাইসগুলির জন্য টেকনিক্যাল সাপোর্ট এবং আপডেট রোলআউট করা বন্ধ করে দেবে। যার পর অটোমেটিক আপডেট, প্যাচ, সিকিউরিটি সলিউশন, বাগ ফিক্স বা নতুন ফিচার পাওয়া যাবে না।

জানিয়ে রাখি, সিকিউরিটি প্যাচ ও আপডেট ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হলে হ্যাকিং এবং ম্যালওয়্যার অ্যাটাক হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে বেড়ে যাবে। যার দরুন ব্যবহারকারিদের ডেটা চুরি হতে পারে। তাই সংস্থাটি স্থায়ীভাবে অ্যাপ অ্যাক্সেস বন্ধ করে দিচ্ছে।

ডিভাইসের অপারেটিং সিস্টেম সংস্করণ জানার জন্য এই ধাপগুলি অনুসরণ করুন

অক্টোবর মাসের ২৪ তারিখের পরে অ্যান্ড্রয়েড ওএস ভার্সন ৪.১ বা তারও পুরোনো সংস্করণ দ্বারা চালিত ফোন ও ট্যাবলেটের জন্য অ্যাপ সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে। তাই আপনারা যদি নিজেদের ব্যবহৃত ফোন বা ট্যাবলেটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান, তবে উক্ত ওএস ভার্সনের থেকে উচ্চতর সংস্করণে ডিভাইসকে আপগ্রেড করুন।

যদি আপনারা নিজেদের ফোনে চলমান ওএস ভার্সন সম্পর্কে না জেনে থাকেন, তবে ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে সফ্টওয়্যার সংক্রান্ত বিশদ তথ্য চেক করেতে পারেন। এর জন্য প্রথমেই সেটিংস মেনু থেকে ‘অ্যাবাউট ফোন’ বিকল্পে যেতে হবে। তারপর ‘সফ্টওয়্যার ইনফরমেশন’ অপশনে ট্যাপ করুন। এখানে ডিভাইসের ওএস সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। (Setting > About Phone > Software Informations)