হোয়াটসঅ্যাপে আসছে নতুন ডিভাইস লিংক অপশন এবং স্টোরেজ ইউসেজ ইউজার ইন্টারফেস

বিশ্বের প্রথম সারির অ্যাপ্লিকেশনগুলির মধ্যে অন্যতম একটি হল WhatsApp। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটির বর্তমানে ২ মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে। এত জনপ্রিয়তার পিছনে একটাই…

বিশ্বের প্রথম সারির অ্যাপ্লিকেশনগুলির মধ্যে অন্যতম একটি হল WhatsApp। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটির বর্তমানে ২ মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে। এত জনপ্রিয়তার পিছনে একটাই কারণ আছে, আর সেটি হল প্ল্যাটফর্মটিতে নিত্যনতুন ফিচার যুক্ত হওয়া। মাত্র দুদিন আগেই এই মেসেজিং অ্যাপে এসেছে ‘Always Mute’ নামের নোটিফিকেশন অপশন। এছাড়া খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে জয়েন মিসড কল, এক্সপায়ারিং মিডিয়া, আপগ্রেডেড বায়োমেট্রিক লক ইত্যাদি ফিচারও উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। তবে সম্প্রতি WABetaInfo একটি প্রতিবেদনে জানিয়েছে, ইতিমধ্যে iOS বিটা ভার্সন ইউজারদের জন্য নতুন একটি আপডেট সাবমিট করেছে WhatsApp। খুব তাড়াতাড়ি এই আপডেটটি রোল আউট করা হবে।

কী আছে নতুন iOS বিটা প্রোগ্রামে?

রিপোর্ট অনুযায়ী, নতুন বিটা (২.২০.১২০.১৭) ভার্সনে অ্যাপল ডিভাইস ইউজাররা কিছু কিছু অপশন ব্যবহার করার সময় নতুন ইন্টারফেস দেখতে পাবেন। WABetaInfo-র মতে, এই আপডেটের পর নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় নতুন ইউজার ইন্টারফেস দেখা যাবে। এছাড়া স্টোরেজ অপশনটির জন্য অ্যান্ড্রয়েড ভার্সনের মত নতুন UI উপলব্ধ হবে।

লিঙ্কড ডিভাইস UI

নতুন আইওএস বিটা আপডেটে হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডেস্কটপ-বেসড অ্যাপের জন্য নতুন ইউজার ইন্টারফেস দেখা যাবে। এছাড়া, নতুন আপডেটের পর সেটিংসে ‘Use WhatsApp on other devices’ নামের একটি অতিরিক্ত অপশন যুক্ত হবে। সেখান থেকে ‘Link a Device’ অপশনটি বেছে নিলেই নির্ঝঞ্জাটে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লিঙ্ক করা যাবে। প্রসঙ্গত, এখনো পর্যন্ত অ্যাকাউন্টটিকে ডেস্কটপ বা পিসি-তে কানেক্ট করার জন্য ইউজারদের কিউআর কোড স্ক্যান অপশনটি ব্যবহার করতে হয়।

স্টোরেজ ইউসেজ UI

সংস্থাটি, নতুন আইওএস বিটা সংস্করণে স্টোরেজ ইউসেজ সেকশনের ইউজার ইন্টারফেসটিকেও আপডেট করেছে। এক্ষেত্রে, এই স্টোরেজ ইউসেজ সেকশনটির নাম বদলে ‘Storage and Data’ নাম দেওয়া হয়েছে। এছাড়া, পুরানো UI-এর ওপরে মিডিয়া অটো-ডাউনলোড ট্যাব দেখা যেত, নতুন ইন্টারফেসে এটি স্ক্রিনের নীচের দিকে রাখা হয়েছে। শুধু তাই নয়, এরপর থেকে Manage Storage Usage সেকশনটিকে ওপরের দিকে থাকবে। ইউজাররা এখান থেকে তাদের স্টোরেজ ডেটা দেখতে এবং তা ডিলিট করতে পারবেন। থাকছে একটি নতুন স্টোরেজ বার। এছাড়াও, নতুন ইন্টারফেস স্টোরেজ সেকশনের ভেতরে, নেটওয়ার্ক সেকশনটিকে প্রতিস্থাপিত করা হয়েছে।