WhatsApp এর নতুন ফিচার, প্রোফাইল পিকচারে ক্লিক করে দেখা যাবে স্ট্যাটাস

বদলে যাওয়া সময়ের হাত ধরে হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিজস্ব ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার পেশ করে থাকে। রোল-আউটের আগেই এদের সম্পর্কে নানা তথ্য আমাদের সামনে প্রকাশিত হয়। এর ফলে ফিচার সম্পর্কে আমাদের মধ্যে ঔৎসুক্য বাড়ে এবং আমরা সেটি ব্যবহারের জন্য উন্মুখ হয়ে উঠি। এভাবেই বর্তমানে WhatsApp এমন একটি নতুন ফিচারের উপরে কাজ করছে বলে শোনা যাচ্ছে, যার সাহায্যে পরিচিত ব্যক্তির প্রোফাইল ছবিতে ক্লিক করে তার স্ট্যাটাস দেখা যাবে। সেক্ষেত্রে বাকিদের স্ট্যাটাস দেখার জন্য আলাদা ট্যাবে সরে যাওয়ার কোন দরকার পড়বে না।

WhatsApp এর প্রোফাইল পিকচারে ক্লিক করে দেখা যাবে স্ট্যাটাস

একথা আমরা সকলেই জানি যে হোয়াটসঅ্যাপে অন্যের স্ট্যাটাস দেখার পদ্ধতি কোনরকম জটিলতাবিহীন। এর জন্য অ্যাপ্লিকেশনে আলাদা একটি ট্যাব বরাদ্দ করা হয়েছে। সেখানে গিয়েই আমরা পরিচিতদের স্ট্যাটাস দেখতে পাই। কিন্তু এমনিতে অ্যাপ্লিকেশন ওপেন করলে চোখের সামনে নানাজনের চ্যাটবক্স ভেসে ওঠে। প্রত্যেকটি চ্যাটবক্সে নামের পাশে থাকে প্রোফাইল পিকচার আইকন। আপাতত হোয়াটসঅ্যাপ যে নতুন ফিচারের উপরে কাজ করছে তার মাধ্যমে ব্যবহারকারী অন্যের প্রোফাইল পিকচার আইকনের উপর ক্লিক করে সরাসরি তার স্ট্যাটাস দেখতে পাবেন। এর ফলে অন্যদের স্ট্যাটাস দেখার প্রক্রিয়া আরো অনেক সহজ এবং স্মার্ট হবে বলে মনে করা হচ্ছে।

Whatsapp সংক্রান্ত তথ্যের বিশ্বস্ত সূত্র WABetaInfo আলোচ্য ফিচার সংযোজনের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছে। তবে এখনো তা পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে বলে সংস্থাটির বক্তব্য। অ্যাপ্লিকেশনের সাম্প্রতিক অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে (২.২১.১৭.৫.) এই ফিচারের উপস্থিতি টের পাওয়া গেছে বলে তাদের দাবী। সেখানে ব্যবহারকারী অন্যের প্রোফাইল ছবিতে ট্যাপ করলে দুটি বিকল্প সামনে আসছে যার একটি যোগাযোগের প্রোফাইল ছবি দর্শন এবং অন্যটি তার স্ট্যাটাস আপডেট দেখতে সাহায্য করবে। এক্ষেত্রে প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী বিকল্প বেছে নেবেন।

একথা আগেই বলেছি যে WhatsApp এর আলোচ্য ফিচার আপাতত পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের জন্য এটি কবে উপলব্ধ হবে, সেই সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। স্টেবেল হোক বা বিটা – অ্যাপ্লিকেশনের কোনো সংস্করণ ব্যবহার করে এই মুহূর্তে ফিচারের সুবিধা উপভোগ করা যাবে না।

উল্লেখ্য, সম্প্রতি Whatsapp অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) প্ল্যাটফর্মের মধ্যে পারস্পরিক চ্যাট স্থানান্তরের সুবিধা প্রকাশ্যে এনেছে। স্যামসাংয়ের (Samsung) সদ্য দুটি হওয়া গ্যালাক্সি ফোল্ডেবল স্মার্টফোনে সর্বপ্রথম উক্ত ফিচার দেখা গেছে। ভবিষ্যতে আইওএস ছাড়াও অ্যান্ড্রয়েডের অন্যান্য স্মার্টফোনের জন্য ফিচারটি রোল-আউট করা হবে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন