WhatsApp আনছে নতুন ফিচার, ভয়েস মেসেজ পাঠানোর আগে দেখা যাবে প্রিভিউ

কয়েক সপ্তাহ আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp একটি নতুন ফিচার আনার কথা ভাবছে, যা এতে বিদ্যমান ভয়েস নোট পরিষেবাটিকে আরো…

কয়েক সপ্তাহ আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp একটি নতুন ফিচার আনার কথা ভাবছে, যা এতে বিদ্যমান ভয়েস নোট পরিষেবাটিকে আরো উন্নত করবে। ওই ফিচারের সাহায্যে মূলত ভয়েস নোটের একটি প্রিভিউ দেখা যাবে বলে শোনা গিয়েছিল। সেক্ষেত্রে এখন, WhatsApp সংক্রান্ত খুঁটিনাটি খবর সরবরাহকারী পোর্টাল WABetaInfo জানিয়েছে যে এই নতুন ফিচারটি একটি ‘রিভিউ’ বোতাম নিয়ে আসবে, যা ইউজারদের অডিও রেকর্ড করে সেন্ড করার আগে ভয়েস মেসেজটির একটি পূর্বরূপ দেখাবে। অবগতির জন্য বলে রাখি, এই মুহূর্তে Facebook-এর মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যমটি উক্ত ‘রিভিউ’ বাটনের বিকাশের ওপর কাজ করছে, তাই WhatsApp ইউজাররা (এমনকি বিটা টেস্টাররাও) এখন এটি দেখতে বা ফিচারটি ব্যবহার করতে পারবেন না।

রিপোর্ট অনুযায়ী, যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বা আইওএস ইউজাররা এই মজাদার ফিচারটির সুবিধা নিতে পারবেন। কিন্তু ততদিন পর্যন্ত গতানুগতিকভাবেই ভয়েস নোট রেকর্ড করে পাঠাতে হবে; কোনো প্রিভিউ দেখতে পাওয়া যাবে না।

তবে খুশির খবর এটাই যে, ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে ভয়েস মেসেজগুলির জন্য প্লেব্যাক স্পিড নামে একটি নতুন ফিচার এসেছে। এই ফিচারের সাহায্যে বিটা ইউজাররা ভয়েস মেসেজের প্লেব্যাক স্পিড 1x, 1.5x এবং 2x মোডে চালাতে পারবেন। অর্থাৎ ভয়েস মেসেজগুলি স্বাভাবিক গতিতে চলার সময় নির্দিষ্ট আইকনে ক্লিক করলেই সেটি নিজের গতি পরিবর্তন করবে। এক্ষেত্রে আইকনটিকে 1x স্পিডের জন্য একবার, 1.5x স্পিডের জন্য দুবার এবং 2x স্পিডের জন্য তিনবার ট্যাপ করতে হবে।

উল্লেখ্য, এই ফিচারটি এর আগেও হোয়াটসঅ্যাপে উপলব্ধ ছিল, তবে কোনো কারণবশত হোয়াটসঅ্যাপ সেটিকে রিমুভ করে। এখন, এই ফিচারটি পেতে ইউজারদের হোয়াটসঅ্যাপ বিটার লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করতে হবে, যার ফলে তারা তিনটি প্লেব্যাক স্পিডে ভয়েস মেসেজগুলি শুনতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন