Apple Watch-এর থেকেও চমকদার ফিটনেস ব্যান্ড ব্যবহার করেন বিরাট কোহলি, জানুন বিশদ

এই মুহূর্তে জাতি-ধর্ম-লিঙ্গ-বয়েস নির্বিশেষে গোটা দেশ একসাথে শোকস্তব্ধ পরিস্থিতি কাটাচ্ছে, কারণ গতকাল ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত, অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। যদিও হাজার খারাপ লাগার…

এই মুহূর্তে জাতি-ধর্ম-লিঙ্গ-বয়েস নির্বিশেষে গোটা দেশ একসাথে শোকস্তব্ধ পরিস্থিতি কাটাচ্ছে, কারণ গতকাল ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত, অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। যদিও হাজার খারাপ লাগার মধ্যে কিছু ইতিবাচকতাও রয়েছে, যেমন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্সের মাধ্যমে একটি দুর্দান্ত ছাপ ফেলেছেন – তিনি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। এর পেছনে অন্যতম কারণ অবশ্যই কোহলির চমৎকার ফিটনেস, যার কারণে তিনি ৩৫ বছর বয়সেও সেঞ্চুরি করে চলেছেন। সেক্ষেত্রে আপনি যদি তাঁর এই দারুণ ফিটনেসের রহস্য জানতে চান, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি চমক। জানলে অবাক হবেন যে, কোহলি, নিজের ফিটনেস সম্পর্কে খেয়াল রাখতে বিশেষ ফিটনেস ব্যান্ড ব্যবহার করেন, যেটি WHOOP ব্র্যান্ড দ্বারা নির্মিত। আর এই WHOOP Fitness Band-এর বিশেষত্ব (পড়ুন স্পেসিফিকেশন), দাম এবং লভ্যতা সম্পর্কেই আমরা এখন কথা বলব।

বিরাট কোহলির WHOOP ফিটনেস ব্যান্ড

সেলিব্রিটিদের হাঁড়ির খবর মানে তাঁরা কী খেলেন, পরলেন সেই নিয়ে অনেকেরই কৌতুহল থাকে। সেক্ষেত্রে বলি, বিরাট কোহলির ফিটনেস ব্যান্ডটি তাঁর জন্য খুবই বিশেষ, এটি তাকে খাবার খাবার খাওয়া থেকে শুরু করে ঘুম এবং শরীর সংক্রান্ত অন্যান্য আরও বিষয়ে বিবরণ প্রদান করে। আপনি নিশ্চয়ই ক্রিকেট ম্যাচের সময় কোহলির হাতে ফিটনেস ব্যান্ড দেখেছেন, যা সাধারণ ফিটনেস ব্যান্ডের থেকে আলাদা। তাছাড়া, এমনিতে সব সেলিব্রিটিদের অ্যাপল ওয়াচ (Apple Watch) পরতে দেখা যায়, কিন্তু বিরাট কোহলি হুপ ফিটনেস ব্যান্ড ব্যবহার করেন। তবে কোহলি ছাড়াও, এই ফিটনেস ব্যান্ডটি বাস্কেটবল তারকা লেব্রন জেমস, অলিম্পিক সাঁতারু মাইকেল ফেলপস এবং গলফার ররি ম্যাকইলরয়, টাইগার উডস প্রমুখেরা পরেছেন৷

WHOOP Fitness Band-এর স্পেসিফিকেশন ও ফিচার

আমেরিকান কোম্পানি নির্মিত হুপ ব্যান্ড এমনিতে কোনো স্ক্রিন বা ডিসপ্লে নেই, ফলত এটিকে দেখতে প্রচলিত স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ডের মতো একেবারেই লাগেনা, বরঞ্চ সাধারণ স্ট্র্যাপের মতো লাগে। কিন্তু এতে ৫টি সেন্সর আছে। আবার এই বিশেষ ফিটনেস ব্যান্ডটি ওয়্যারলেস ব্যাটারি চালিত, এতে ৫ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যায়। এটিকে ব্যবহারের জন্য নির্দিষ্ট অ্যাপের সাথে পেয়ার করতে হবে, যার পরে আপনি স্ট্র্যাপ থেকে নিজের শারীরিক স্বাস্থ্য সম্পর্কে আপডেট পেতে পারেন – এক্ষেত্রে এটি ইউজারের হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, ঘুম ইত্যাদি বিষয়ে আপডেট দেবে। কোম্পানির দাবি, এতে রয়েছে ৫টি এলইডি এবং ৪টি ফটোডায়োড, যে কারণে সঠিক তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, এই ফিটনেস ব্যান্ডটি প্রতিদিন প্রায় ১০০ এমবি ডেটা সংগ্রহ করে এবং এটি সম্পূর্ণ জল প্রতিরোধী।

WHOOP Fitness Band-এর মূল্য, প্রাপ্যতা

WHOOP ফিটনেস ব্যান্ড বর্তমানে একটি সাবস্ক্রিপশন মডেলের সাথে আসে। এটি ৩০০ ডলার অর্থাৎ প্রায় ১৯,৮৯৫ টাকার বার্ষিক সাবস্ক্রিপশনে চালু করা হয়েছে। বর্তমানে এটি ২৩৯ ডলারে কেনা যাবে। তবে দুঃখের বিষয় হল যে এটি ৪০টি দেশে বিক্রি হলেও, ভারতে কেনার জন্য উপলব্ধ নয়।