Wi-Fi 7 দেবে দ্বিগুণ স্পিড ও কম ল্যাটেন্সি, আসছে খুব শীঘ্রই

এবার পরবর্তী প্রজন্মের Wi-Fi 7 প্রযুক্তি সম্পর্কে বড় বার্তা দিলো সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী সংস্থা কোয়ালকম (Qualcomm)। সংস্থার মতে Wi-Fi 7 তার পূর্ববর্তী Wi-Fi 6 প্রযুক্তির নিরিখে অনেক উন্নত হবে। সেক্ষেত্রে ল্যাটেন্সি আগের তুলনায় অর্ধেক হওয়ার ফলে আলোচ্য ওয়াই-ফাই স্ট্যান্ডার্ড ব্যবহার করে প্রায় দ্বিগুণ গতির শক্তিশালী পরিষেবা উপভোগের স্বাদ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত বলে রাখা দরকার, বর্তমানে উপলব্ধ Wi-Fi 6 প্রযুক্তির বয়স খুব একটা বেশি নয়। তবুও অতি সত্বর Wi-Fi 7 ভিত্তি প্রকাশ্যে আসতে চলেছে, যা নিঃসন্দেহে দারুন খবর। Qualcomm জানিয়েছে ওয়াই-ফাই ৭ একাধিক আকর্ষণীয় ফিচার সহ আসবে। তাদের মধ্যে বিশেষ উল্লেখের দাবিদার শক্তিশালী মাল্টি-লিঙ্ক অপারেশন বা এমএলও (MLO) ফিচার। এটি আলাদা আলাদা ব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে একাধিক লিঙ্ক সৃষ্টির সুবিধা যোগাবে।

Wi-Fi 7 – ব্যবহারকারীরা যে সমস্ত সুবিধা পাবেন

কোয়ালকমের বক্তব্য অনুযায়ী, ওয়াই-ফাই ৭ সর্বোচ্চ চ্যানেল প্রস্থ ৩২০ মেগাহার্টজে উন্নীত করবে। তাছাড়া একই সময়ে এটি 4kQAM সহ হাইয়ার-অর্ডার মডিউলেশন প্রদান করবে। সবথেকে বড় কথা আলোচ্য ওয়াই-ফাই ৭ স্ট্যান্ডার্ডের মাল্টি-লিঙ্ক অপারেশন বা এমএলও (MLO) ফিচার ব্যবহার করে আলাদা আলাদা স্পেক্ট্রাম ব্যান্ড নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা যাবে।

এর বাইরেও মাল্টি-লিঙ্ক অপারেশন ফিচার ডিভাইসে একাধিক লিঙ্কে অবাধ স্পেক্ট্রাম ব্যবহারের ছাড়পত্র দেবে। আলোচ্য ফিচার উপস্থিত থাকার ফলে ডিভাইসে নিম্ন ল্যাটেন্সি সংক্রান্ত সমস্যাগুলি দূরীভূত হবে বলেও সামনে এসেছে।

এছাড়া এমএলও ফিচারের সাহায্যে বিভিন্ন পৃথক ব্যান্ডের চ্যানেলের মধ্যে সামঞ্জস্য বিধানের পাশাপাশি একই ব্যান্ডের অধীনে একাধিক লিঙ্ক ব্যবহারের সুফল পাওয়া যাবে। যেমন ধরে নেওয়া যাক কোনো নেটওয়ার্কে ৬ গিগাহার্টজের (GHz) ব্যান্ড সমর্থিত নয়। সেক্ষেত্রে ওয়াই-ফাই ৭ ডিভাইসে ১৬০ মেগাহার্টজের (MHz) দুটি চ্যানেল জুড়ে নিয়ে ৩২০ মেগাহার্টজের চ্যানেল মারফত ৬ গিগাহার্টজের স্পিড প্রদান করা সম্ভব হবে। উপরন্তু এমএলও ফিচারের বর্তমানে এখানে ৫ গিগাহার্টজের ব্যান্ডে ২৪০ মেগাহার্টজ প্রস্থের চ্যানেল ব্যবহারের ফায়দা মিলবে।

উপরোল্লিখিত বৈশিষ্ট্যগুলি ছাড়া Wi-Fi 7 স্ট্যান্ডার্ড আরো একাধিক দুর্দান্ত সুবিধার সঙ্গে উপলব্ধ হবে বলে কোয়ালকম জানিয়েছে।