Windows 11 Launched: নতুন ও পরিবর্তিত ফিচারের সাথে লঞ্চ হল উইন্ডোজ ১১

সব অপেক্ষার অবসান! Windows 10 লঞ্চের (২০১৫) প্রায় ছয় বছর পর মাইক্রোসফট (Microsoft) তাদের পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম (OS) প্রকাশ্যে নিয়ে এলো। আজ্ঞে হ্যাঁ, ঠিক ধরেছেন, এই মুহূর্তে আমরা Windows 11 OS -এর কথাই বলছি। প্রত্যাশামতোই ছোট-বড় নানান পরিবর্তন সহ নবকলেবরে সজ্জিত উইন্ডোজের এই নয়া প্রজন্ম প্রযুক্তি দুনিয়ার সমস্ত মনোযোগ আকর্ষণের পক্ষে যথেষ্ট। এমনকি নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ সম্পর্কে আমাদের চিরাচরিত বহু ধ্যান-ধারণায় বদল আনতে সক্ষম। জনপ্রিয় macOS এবং Chrome OS -এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় Windows 11 মাইক্রোসফটের অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে বলে ধরে নেওয়া যায়।

Windows 11 – নতুন ও পরিবর্তিত ফিচারের সমাহার

আগেই বলেছি যে উইন্ডোজ ১১ তার পূর্বসূরীদের থেকে বহুমাত্রায় পৃথক এবং আধুনিক। পুরোনো সুবিধাগুলি ধরে রাখার সাথেই এতে অনেক নতুন বিশেষত্বের সমাহার ঘটেছে। এর মধ্যে প্রথমেই আমরা এর পরিবর্তিত ইউজার ইন্টারফেস (UI) সম্পর্কে কিছু কথা বলতে পারি। বদলে যাওয়া ইউজার ইন্টারফেসের কারণেই উইন্ডোজ ১১ আমাদের কাছে সম্পূর্ণ নতুন চেহারায় ধরা দিতে চলেছে।

শুধু তাই নয়, ১৯৯৬ সালে Windows NT 4.0 প্রকাশের পর থেকে এযাবৎকাল পর্যন্ত উইন্ডোজের বিভিন্ন সংস্করণগুলিতে যা কখনো দেখা যায়নি, Windows 11 -এর অত্যাধুনিক সেটআপ স্ক্রিনের দৌলতে এবার সেটাও দেখা যাবে। উইন্ডোজের স্টার্ট মেনু, যা কিনা ডিভাইস স্ক্রিনের বাঁদিকের নিম্নাংশে থাকাটাই দস্তুর, এবার সেটিকে স্ক্রিনের মাঝ বরাবর সরে আসতে দেখা যাবে। এখানে মাইক্রোসফট এজ (Microsoft Edge), ফাইল এক্সপ্লোরার (File Explorer) সহ আরো কয়েকটি ডিফল্ট আইকন জায়গা করে নিয়েছে। অবশ্য নতুনভাবে সজ্জিত এই আইকনগুলির সঙ্গে স্থানান্তরিত স্টার্ট মেনুটিকে আমরা ইচ্ছেমতো স্ক্রিনের বাঁদিকেও নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে আমাদের সেটিংসে গিয়ে কিছু পরিবর্তন করতে হবে।

ডিজাইনের পাশাপাশি Windows 11 -এর সাউন্ড ও অ্যালার্ট বিভাগেও বহু বদল হয়েছে। উইন্ডোজের এই সংস্করণটি যুক্ত নতুন স্টার্টআপ সাউন্ডের সঙ্গে এসেছে। এর জেসচারের ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। নতুন থিম ও ওয়ালপেপার বিকল্প, পূর্বের থেকেও উন্নত ডার্ক মোড ছাড়াও পরিবর্তিত উইজেট অভিজ্ঞতার সঙ্গে এটি ব্যবহারকারীর কাছে চমকদার হতে পারে।

একই সময়ে একাধিক কাজ অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের পক্ষেও উইন্ডোজের নয়া সংস্করণ বেশ সুবিধেজনক হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে ব্যবহারকারী তার সক্রিয় স্ক্রিনগুলিকে খন্ড খন্ড একাধিক ভাগে ভাগ করে নিতে পারবেন। এর ফলে তার পক্ষে একই সময়ে একাধিক সক্রিয় স্ক্রিনের উপর নজর রাখা এবং একাধিক কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। মাইক্রোসফট এই নতুন অভিজ্ঞতাকে ‘Snap Layouts’ বলে আখ্যা দিয়েছে।

একই সময়ে একাধিক কাজের পাশাপাশি মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ১১ মাল্টিপল মনিটর সাপোর্ট সহ এসেছে। এর ফলে ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করার সময় আমাদের অনেক বেশী সুবিধে হবে। বিশ্বব্যাপী অতিমারির সময় যখন ঘরে থেকে কাজ বা পড়াশোনার পরিসর বৃদ্ধি পাচ্ছে, তখন এই ধরনের ফিচার যে ব্যবহারকারীদের জন্য অত্যন্ত উপযোগী হবে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাছাড়া উইন্ডোজের নতুন সংস্করণে থাকছে পূর্বের চেয়ে উন্নত টাচ কিবোর্ড, একাধিক প্রিলোডেড ভার্চুয়াল কিবোর্ড (যাদের আমরা স্ক্রিনের যে কোন জায়গায় স্থাপন করতে পারবো), ভয়েস ডিকটেশন সাপোর্ট, ভয়েস টাইপিং এবং ভয়েস কমাণ্ড প্রদানের মতো আকর্ষণীয় বৈশিষ্ট্য। বিশেষত টাচস্ক্রিন ডিভাইস ব্যবহারকারীরাও Windows 11 ব্যবহার করে যারপরনাই খুশি হতে পারবেন।

গেমিংয়ের জগতে বিচরণকারী ইউজারদের কথা ভেবেও উইন্ডোজের নয়া সংস্করণে কয়েকটি পরিবর্তন ঘটানো হয়েছে। যেমন এতে থাকছে Auto HDR এবং DirectX 12 Ultimate সাপোর্ট। এছাড়া এটি xCloud ইন্টিগ্রেশনের সঙ্গে এসেছে যা ক্লাউড গেমিংয়ের ক্ষেত্রে সহায়ক হবে।

সর্বোপরি উইন্ডোজ একাদশ প্রজন্মের জন্য মাইক্রোসফট তাদের প্রিলোডেড অ্যাপ স্টোরেও (Microsoft Store) পরিবর্তন করেছে। এর উন্নত সার্চ ব্যবস্থা, অার্থিক দৃষ্টিকোণ এবং আধুনিক ডিজাইন সমস্ত অ্যাপ্লিকেশন প্রস্তুতকারকদের জন্য আক্ষরিক অর্থেই সুদিন নিয়ে আসবে। দ্রুতগতিতে কাজের দিক দিয়ে এটি উইন্ডোজের পূর্ববর্তী সংস্করণগুলিকে পিছনে ফেলবে বলেই আমাদের অনুমান।

Windows 11 ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় হার্ডওয়্যার চাহিদা

সদ্য প্রকাশিত উইন্ডোজ ১১ ব্যবহারের জন্য অবশ্যই কিছু নির্দিষ্ট হার্ডওয়্যার চাহিদা রয়েছে। মাইক্রোসফটের দাবী, AMD, Intel, Qualcomm -এর মতো প্রধান প্রধান সিলিকন সহযোগীর ক্ষেত্রে এই সংস্করণ যথাযথভাবে কাজ করেছে। তবে Windows 11 ব্যবহারের জন্য পারতপক্ষে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ 64-bit x86 ARM প্রসেসর দরকার পড়বে বলেও সংস্থার তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

লঞ্চের দোড়গোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

33 mins ago

Cristiano Ronaldo: ২ দিনে ১২০ মিলিয়ন দর্শক পেলেন রোনাল্ডো, কত টাকা আয় করলেন এইনো‌ পর্যন্ত ইউটিউব থেকে?

ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন চর্চায়। ইউটিউবে নিজের নতুন চ্যানেল 'ইউআর-ক্রিশ্চিয়ানো' চালু করে একদিনে বেশ…

1 hour ago

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

11 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

11 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

12 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

14 hours ago