২৪ জুন লঞ্চ হচ্ছে Windows 11, Window 7 ও Windows 8.1 ইউজারেরা বিনামূল্যে পাবেন আপগ্রেডের সুবিধা

আগামী ২৪ জুন Microsoft (মাইক্রোসফট) একটি ইভেন্টের আয়োজন করেছে। আশা করা হচ্ছে এই ইভেন্টেই লঞ্চ হবে Windows 11 (উইন্ডোজ ১১)। ইতিমধ্যেই Windows 10 (উইন্ডোজ ১০) এর এই উত্তরসূরীর মুখ্য কিছু ফিচার সামনে এসেছে। এছাড়া ফাঁস হওয়া কিছু ছবি থেকে পরিষ্কার Windows 11 নতুন ডিজাইন সহ বাজারে আসবে। পাশাপাশি একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, Windows 7 (উইন্ডোজ ৭) এবং Windows 8.1 (উইন্ডোজ ৮.১) ইউজাররা বিনামূল্যে Windows 11 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করতে পারবেন।

আপনি বিনামূল্যে Windows 11 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার সুযোগ পেতে পারেন

XDA Developers এর এই রিপোর্টে বলা হয়েছে, তারা উইন্ডোজ ১১ এর কিছু প্রোডাক্ট কনফিগারেশন কী খুঁজে পেয়েছে। এই কী থেকে তারা নিশ্চিত হয়েছে যে, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আপগ্রেড হতে পারবেন। যদিও মাইক্রোসফট এ বিষয়ে এখনো কিছুই জানায়নি।

windows-11-launching-24-june-free-upgrade-to-windows-7-windows-8-1-users

রিপোর্টে আরও বলা হয়েছে, উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা সম্ভবত এই সুবিধা পাবে না। যদিও উইন্ডোজ ৮ এর একটি ফাইল তারা উইন্ডোজ ১১ এর মধ্যে খুঁজে পেয়েছে, তবে সেটি সঠিকভাবে কাজ করছে না। ফলে উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের আগে উইন্ডোজ ৮.১-আপগ্রড হতে হবে।

প্রসঙ্গত উইন্ডোজ ১০ লঞ্চ করার সময় মাইক্রোসফট একই সুবিধা দিয়েছিল। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছিল, উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করতে পারবে। আশা করা যায় উইন্ডোজ ১১ লঞ্চ করার পর কোম্পানি ফের একই সুবিধা দেবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন