দাম কেন এত বেশি, জীবন বাঁচিয়ে বোঝাল Apple AirPods

Apple-এর ডিভাইসগুলির বীরগাথা আমরা বহুদিন ধরেই শুনে আসছি। কীভাবে ডিভাইসগুলি একাধিকবার জীবনরক্ষাকারী হিসেবে প্রমাণিত হয়েছে, বা কয়েক মাস ব্যাপী জলের নীচে থাকার পরেও সেগুলিকে সক্রিয়…

Apple-এর ডিভাইসগুলির বীরগাথা আমরা বহুদিন ধরেই শুনে আসছি। কীভাবে ডিভাইসগুলি একাধিকবার জীবনরক্ষাকারী হিসেবে প্রমাণিত হয়েছে, বা কয়েক মাস ব্যাপী জলের নীচে থাকার পরেও সেগুলিকে সক্রিয় অবস্থায় উদ্ধার করা গেছে – এই ধরনের বিভিন্ন ঘটনা হামেশাই খবরের শিরোনামে থাকে। যদিও এই ডিভাইসগুলির তালিকায় Apple Watch-এর নাম সবার শীর্ষে রয়েছে, তবে AirPods (এয়ারপডস)-ও কিন্তু কিছু কম যায় না! সম্প্রতি নিউ জার্সির এক মহিলার জীবন বাঁচিয়ে এখন রীতিমতো ‘হিরো’ এই AirPods। আসুন ঘটনাটির সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

People-এর রিপোর্ট অনুযায়ী, নিউ জার্সির সুসান পুটম্যান (Susan Putman) নামক একজন ফুলবিক্রেতা (florist) সবসময় তাঁর এয়ারপডসগুলি কানে লাগিয়ে রাখতেন। একদিন যখন তিনি তাঁর ফুলের দোকানে ছিলেন, তখন হঠাৎই তিনি দুর্ঘটনাবশত মাটিতে খুব জোরে পড়ে যান এবং মেঝেতে থাকা একটি ধারালো ধাতব জিনিসে তাঁর মাথা ঠুকে যায়। খুব জোরে আঘাত লাগায় তৎক্ষণাৎ প্রচুর রক্তপাত হওয়া শুরু হয় এবং যেহেতু তিনি দোকানে একা ছিলেন, তাই তিনি যে সাহায্যের জন্য কাউকে ডাকবেন সে উপায়ও তাঁর কাছে ছিল না। ফলস্বরূপ তিনি প্রচণ্ড ঘাবড়ে যান।

কিন্তু হঠাৎই তাঁর মনে পড়ে যে, আশেপাশে কেউ থাক বা না থাক, তাঁর কানে এয়ারপডস তো রয়েছে। তাই জ্ঞান হারানোর আগে অ্যাম্বুলেন্সকে কল করার জন্য তিনি তাঁর এয়ারপডসে থাকা Siri (সিরি) ব্যবহার করেন, এবং শুধু এটুকু বলেন যে, ‘Hey Siri, call 911’। এবং যেমনটা আমরা সবাই জানি যে, ড্রাইভ করার সময় বা কোনো কাজে আমাদের হাত ব্যস্ত থাকলে শুধুমাত্র ভয়েসের মাধ্যমে Siri-কে অর্ডার দিলে সে সঙ্গে সঙ্গে যথাযথ জায়গায় কল বা টেক্সট সেন্ড করতে সক্ষম। তাই উন্নত প্রযুক্তির অপার মহিমায় সৃষ্ট এই জাদু জিনিসটির কল্যাণে তৎক্ষণাৎ স্বয়ংক্রিয়ভাবে ৯১১ নম্বরে ফোন চলে যায়, এবং খুব শীঘ্রই পুলিশ ও প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলার প্রাণ বাঁচাতে সক্ষম হয়।

সুতরাং, এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে, আপনাকে শুধুমাত্র গান শোনানোর চাইতে আরও বেশি কিছু আপনার জন্য করতে পারে AirPods। উল্লেখ্য যে, AirPods Pro, AirPods 2, AirPods 3, এবং AirPods Max-এ Hey Siri-কে অ্যাক্টিভেট করা যেতে পারে। যদি এই ফিচারটি আপনার iPhone-এ এনাবেল করা থাকে, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে AirPods-এও এনাবেল হয়ে যায়। আপনার AirPods-এ Hey Siri-কে অ্যাক্টিভেট করার জন্য প্রথমে Settings, তারপর Siri & Search, এবং তারপর “Listen for Hey Siri” অপশনটি খুঁজে বার করতে হবে। আপনি কেবল Force Sensor প্রেস এবং হোল্ড করে রেখে সরাসরি আপনার AirPods Pro এবং AirPods 3-এ এই কাজটি করতে পারেন। আবার, AirPods এবং AirPods 2-তে Hey Siri-কে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে AirPods-এর সাইডে ডবল ট্যাপ করতে হবে।