বিনোদনের সমস্ত মশলা নিয়ে বাজারে এল Tata Nexon EV Max, এক চার্জেই ছুটবে 450 কিমি

নতুন গাড়ি এবং বিদ্যমান মডেল নয়া ভার্সনে লঞ্চের ফাঁকতালে বৈদ্যুতিক গাড়িতে আপডেট দেওয়ার কথা ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। বর্তমানে দেশের অন্যতম বেস্ট-সেলিং ইভি মডেল Nexon EV Max-এর XZ+ Lux ভ্যারিয়েন্টেটি নতুন ফিচার দিয়ে লঞ্চ করল টাটা। দাম ১৮.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই Tata Nexon EV Max XZ+ Lux-এর বুকিং শুরু হয়েছে।

Tata Nexon EV Max XZ+ Lux : আপডেট

Nexon EV Max XZ+ Lux হচ্ছে টাটার ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি গাড়ির টপ-এন্ড ভার্সন। এর ৩.৩ কিলোওয়াট এবং ৭.২ কিলোওয়াট এসি ফাস্ট চার্জার ভার্সনে আপডেট দেওয়া হয়েছে। বর্তমানে এতে হার্মানের ১০.২৫ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের সুবিধা মিলবে। এটি অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে প্রযুক্তি সমর্থন করে। এছাড়া রয়েছে এনহ্যান্সড সাউন্ড কোয়ালিটি, এইচডি রিয়ার ভিউ ক্যামেরা, ছয়টি ভাষার ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং উন্নত ভয়েস কমান্ড সাপোর্ট।

Tata Nexon EV Max XZ+ Lux : ব্যাটারি, রেঞ্জ ও দাম

উপরিউক্ত ফিচারগুলি ছাড়া Nexon EV Max XZ+ Lux-এর বহির্ভাগ, অন্দরমহল, ইলেকট্রিক মোটর এবং ব্যাটারিতে কোনো পরিবর্তন করা হয়নি। আগের মতই এটি জিপট্রন টেকনোলজি যুক্ত ৪০.৫ কিলোওয়াট ব্যাটারি প্যাক সহ হাজির হয়েছে। যা থেকে ১৪১.০৪ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক পাওয়া যাবে। ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এর ৯ সেকেন্ড সময় লাগে। গাড়িটির রেঞ্জ ৪৫০ কিলোমিটার।

১৮০-এর বেশি শহরে ২৫০টি ডিলারশিপ থেকে Nexon EV রেঞ্জের ৪৫,০০০ ইউনিটের বেশি গাড়ি বিক্রির কথা জানিয়েছে টাটা মোটরস। Nexon EV Max XZ+ Lux-এর ৩.৩ কিলোওয়াট এবং ৭.২ কিলোওয়াট এসি ফাস্ট চার্জার ভার্সনের দাম যথাক্রমে ১৮.৭৯ লক্ষ টাকা ও ১৯.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।