এই ৫টি জায়গাকে গোটা বিশ্বের চোখের আড়ালে রেখেছে Google Maps, সার্চ করলেও তথ্য মিলবে না

Google Maps (গুগল ম্যাপস)-এর ব্যবহার সম্পর্কে নতুন করে কিছু বলার সত্যিই আর কোনো প্রয়োজন পড়ে না। বহুল পরিচিত সড়কপথ থেকে শুরু করে অজানা অলিগলির নাড়িনক্ষত্র – সবই Google Maps-এর নখদর্পণে। আর এর ফলস্বরূপ সহজেই রাস্তা চেনার জন্য ভারতসহ গোটা বিশ্বেই এটি সর্বাধিক ব্যবহৃত অ্যাপ। Google-এর জনপ্রিয় এই নেভিগেশন অ্যাপ্লিকেশনটির সাহায্যে কোনো জায়গা বা রাস্তা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য তো পাওয়া যায়ই, সেইসাথে বাস বা ট্রেন জাতীয় পরিবহন মাধ্যমের স্ট্যাটাসও ট্র্যাক করা যায়। চুটকিতেই যে-কোনো অপরিচিত জায়গার সন্ধান করতে এই ভার্চুয়াল মানচিত্র পরিষেবাটির জুড়ি মেলা ভার।

কিন্তু আপনি কি জানেন যে বিশ্বে এমন কয়েকটি জায়গা রয়েছে যার সন্ধান আপনাকে গুগল ম্যাপসও দিতে পারবে না? আজ্ঞে হ্যাঁ, কথাটা অবিশ্বাস্য বলে মনে হলেও কিন্ত সত্যি। পৃথিবীতে এমন অনেকগুলি জায়গা রয়েছে, যেগুলিকে গুগল ম্যাপস গোটা বিশ্বের চোখের আড়ালে রেখেছে। এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এমনই পাঁচটি জায়গার কথা জানাতে চলেছি, যার সন্ধান আপনি গুগল ম্যাপসে পাবেন না। আসলে বিষয়টি হল, জায়গাগুলিতে এতটাই গুরুত্বপূর্ণ কাজ হয় যে সেগুলিকে গোটা বিশ্বের অলক্ষ্যে রাখা একান্ত আবশ্যক। তাই যে কেউ যাতে এইসব জায়গাগুলির সন্ধান করে অতর্কিতে সেখানে প্রবেশ না করতে পারে, তার জন্যই মূলত এই কাজ করা হয়েছে। চলুন জায়গাগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Apple-এর সিইও টিম কুকের পালো অল্টো হাউস, ক্যালিফোর্নিয়া

অ্যাপল-এর সিইও টিম কুকের ক্যালিফোর্নিয়ার পালো অল্টো হাউস গুগল ম্যাপে সম্পূর্ণ অস্পষ্টভাবে প্রদর্শিত। গুগল ম্যাপস দেখে কেউই এই জায়গাটির সঠিক অবস্থান নির্ণয় করতে পারবে না। Apple Insider-এর প্রতিবেদন অনুযায়ী, একদা ৪৫ বছর বয়সী এক মহিলা জোর করে কুকের বাড়িতে প্রবেশ করায় এই কাজ করা হয়েছে।

জিনেট আইল্যান্ড, রাশিয়া

আপনি যদি গুগল ম্যাপসে জিনেট আইল্যান্ড (Jeannette Island) রাশিয়া টাইপ করেন, তখন রেজাল্ট হিসেবে কিছুই দেখতে পাবেন না। সেক্ষেত্রে ব্যবহারকারীদের কাছে Unavailable 76.717947,158.109982. সহ একটি পপ-আপ মেসেজ প্রদর্শিত হয়। মনে করা হয় যে, এই দ্বীপটি রাশিয়ার সামরিক ঘাঁটি।

এরিয়েল কাস্ত্রোর বাড়ি – ক্লিভল্যান্ড, ওহাইও

ক্লিভল্যান্ডের এরিয়েল কাস্ত্রোর বাড়িটিও গুগল ম্যাপসে প্রদর্শিত হয় না। এরিয়েল কাস্ত্রো ক্লিভল্যান্ডে তার বাড়িতে তিনজন নারীকে দীর্ঘদিন ধরে বন্দী করে রেখেছিলেন। কিডন্যাপিং সহ একাধিক কুকর্মের সঙ্গে যুক্ত ‘ক্লিভল্যান্ড মনস্টার’ নামে খ্যাত এরিয়েল কাস্ত্রোর এই বাড়িটিকে তাই গোটা বিশ্বের অলক্ষ্যে রাখা হয়েছে।

মার্কোল নিউক্লিয়ার সাইট (ফ্রান্স)

ফ্রান্সের মার্কোল নিউক্লিয়ার সাইটটিও গুগল ম্যাপসে দেখা যায় না। ফরাসি সরকারের অনুরোধে এই পুরো সাইটটি গুগল ম্যাপসে পিক্সেলেটেড হিসেবে প্রদর্শিত হয়। এর মূল কারণ হল, মার্কোল ফ্রান্সের শীর্ষস্থানীয় পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি। সেখানে দুটি ট্রিটিয়াম পারমাণবিক চুল্লিও রয়েছে। তাই অজানা অনুপ্রবেশকারীদের (মূলত বাইরের দেশের) আটকাতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওভাল অফিস – ওয়াশিংটন

আপনাদের জানিয়ে রাখি, আপনি মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউস গুগল ম্যাপসে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন, তবে ওভাল অফিস দেখতে চাইলে কিন্তু কাজটি মোটেই সহজ হবে না। আমেরিকান প্রেসিডেন্ট তার যাবতীয় কাজ ওভাল অফিসে করে থাকেন। ফলে বিশ্বের শীর্ষস্থানীয় তথা শক্তিশালী দেশগুলির মধ্যে অন্যতম একটির প্রেসিডেন্টের যাবতীয় কার্যাবলীর আঁতুড়ঘরকে যে কেন গোটা বিশ্বের অলক্ষ্যে রাখা হয়েছে, তার কারণ নিশ্চয়ই আর আপনাদেরকে নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই গুগল ম্যাপসে এই জায়গাটিকে সাদা দেখানো হয়।