গাড়ি চুরি আটকাতে কী করবেন? এই ফন্দি জানলে চোর-দুষ্কৃতীরা গাড়ির কাছও ঘেঁষবে না

গাড়ির বিক্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে গাড়ি চুরির হার। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এমন ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে পুলিশের খাতায়। তাই এই সময়ে নিজের সাধের গাড়িটির নিরাপত্তার দিকে অতিরিক্ত নজর দেওয়া প্রয়োজন। সাধারণভাবে সব গাড়িতেই লকিং সিস্টেম থাকলেও বেশ কয়েকটি বিষয় আমাদের মাথায় রেখে সুরক্ষিতভাবে গাড়ি পার্ক করতে হবে। গাড়ি চুরি আটকাতে কী কী উপায় খুব জরুরী আজ সেগুলিরই খোঁজ রইল এই প্রতিবেদনে।

গাড়িকে চুরির হাত থেকে বাঁচাতে সহজ কয়েকটি পন্থা-

সঠিকভাবে লক করা

যখনই কোনো স্থানে আপনার গাড়িটিকে পার্ক করে যাবেন তখন অতি অবশ্যই সেটিকে সঠিকভাবে লক অবস্থায় রাখবেন। এমনকি অল্প খানিকক্ষণের জন্যও রাখতে হলেও এই বিষয়টি প্রযোজ্য। গাড়ির দরজা, জানলা এবং সানরুফ সমস্ত গুলি ঠিকমতো বন্ধ হয়েছে কিনা তা যাচাই করে নেবেন।

স্টিয়ারিং হুইল লক

বাইকের হ্যান্ডেল যেমন ভাবে লক করার ব্যবস্থা থাকে তেমনভাবেই গাড়ির ক্ষেত্রেও এর স্টিয়ারিং হুইল লক করে রাখতে পারলে ভালো। এর ফলে চোরদের পক্ষে গাড়ি চুরি খানিকটা হলেও কঠিন হবে।

কার অ্যালার্ট সিস্টেমের ব্যবহার

গাড়ির মধ্যে সিকিউরিটি সিস্টেম হিসেবে কার অ্যালার্ট সিস্টেম লাগানো থাকলে সুবিধা। এর সঙ্গে থাকা সাইরেন এবং ফ্ল্যাশলাইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ব্যক্তি অসৎ উপায় গাড়ির ক্ষতি করতে চাইলে এই সিকিউরিটি সিস্টেম চারপাশের সকলকে তা অ্যালার্ট করবে।

জিপিএস ট্রেকিং সিস্টেম

কোনো কারনে অসতর্কতা বসত আপনার গাড়িটি চুরি হয়ে গেলে তার প্রতি মুহূর্তের লোকেশন জানার জন্য জিপিএস ট্রাকিং সিস্টেমের জুড়ি মেলা ভার। এর ফলে অতি সহজেই হারানো গাড়িকে দ্রুত ফিরে পাওয়া সম্ভব।

প্রয়োজনীয় জিনিস গাড়ির মধ্যে না রাখা

ব্যস্ততার কারণে গাড়ির কেবিনের মধ্যেই দামি ও প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যাওয়ার প্রবণতা থাকে অনেকের। এই বিষয়টি গাড়ি চোরদের স্বাভাবিকভাবেই আকর্ষিত করে। তাই সবসময় কেবিনের ভিতরের অংশের প্রয়োজনে জিনিসপত্রগুলি সরিয়ে রাখাই শ্রেয়।

অতিরিক্ত অ্যান্টি থেফট ডিভাইস ব্যবহার

গাড়ির সুরক্ষার্থে তার নিজস্ব সিকিউরিটি সিস্টেম ছাড়াও অতিরিক্ত বেশ কিছু অ্যান্টি থেফট ডিভাইস আপনি ব্যবহার করতে পারেন। এদের মধ্যে অন্যতম স্টিয়ারিং হুইল লক, হুইল ক্ল্যাম্প এবং হুড লক। এগুলি আদতে অতিরিক্ত ফিজিক্যাল সিকিউরিটি সিস্টেম হিসেবে কাজ করবে।

সুরক্ষিত জায়গায় গাড়ি পার্কিং

অচেনা এবং নির্জন জায়গায় দীর্ঘক্ষণ গাড়ি পার্ক না করাই ভালো। যে স্থানে গাড়ি পার্ক করবেন বলে স্থির করেছেন সেখানে সিসিটিভি ক্যামেরা কিংবা সিকিউরিটি গার্ড থাকলে অবাঞ্ছিত মানুষের যাতায়াত অনেকটাই কম থাকে। সেই কারণে এই সমস্ত জায়গায় গাড়ি পার্কিং করা বেশ নিরাপদ।